বিনোদন

মোশাররফ-জুঁইয়ের ‘জন্ম’

বিনোদন ডেস্ক : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গ্রামের একটি মেয়েকে তার বাসর ঘর থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সৈন্যরা। গ্রামের পাশের ক্যাম্পে মেয়েটির উপর পাশবিক অত্যাচার ও নির্যাতন করা হয়। স্বাধীনতার পর মেয়েটি ক্যাম্প থেকে  অন্তঃসত্ত্বা অবস্থায় বেরিয়ে আসে। এ সময় গ্রামের নদীতে নৌকা বাইছিল একজন মাঝি। মেয়েটির আহাজারি শুনে এগিয়ে যায় সে। গিয়ে দেখতে পায় মেয়েটি প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে। এরপর মেয়েটি একটি কন্যাসন্তান প্রসব করে।  ক্ষুধায় বাচ্চাটি কাঁদতে থাকে কিন্তু মেয়েটি তাকে দুধ দেয় না এমনকি তার দিকে তাকিয়েও দেখে না। এরপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। ‘জন্ম’ শিরোনামের নাটকটি এমন গল্প নিয়ে গড়ে উঠেছে বলে জানিয়েছেন এর নির্মাতা রায়হান। স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে একক নাটকটি। রায়হান খানের রচনায় এতে বীরাঙ্গনা নারীর চরিত্রে অভিনয় করেছেন জুঁই করিম। আর মাঝির চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। আজ রোববার (২৬ মার্চ) রাত ৮টায় এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন এই নির্মাতা। রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/শান্ত/মারুফ