বিনোদন

মন্ত্রীর আশাবাদ: নীতিমালায় ফিরবে চলচ্চিত্রের সুদিন

রাহাত সাইফুল : আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। ‘আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’ এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে এ দিনটি। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তত্ত্বাবধানে বিএফডিসি চত্বরে আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ একেএম রহমত উল্লাহ, সুকুমার রঞ্জন ঘোষ, তথ্য মন্ত্রণালয়ের সচিব মুরতুজা আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বর্তমানে আমাদের জাতীয় চলচ্চিত্র নীতিমালা নেই। আজ মন্ত্রিপরিষদের বৈঠকে জাতীয় চলচ্চিত্র নীতিমালা উত্থাপন করব। আশা করছি, এ নীতিমালা পাস করাতে পারব। আমাদের নীতিমালা প্রণয়ন হলে চলচ্চিত্রে আরো গতি বাড়বে। আমরা আবার ফিরে পাব চলচ্চিত্রের সোনালি যুগ।’

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরা উপস্থিত ছিলেন- রাজ্জাক, হাসান ইমাম, ইলিয়াস কাঞ্চন প্রমুখ। এবারের জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান নায়ক রাজ রাজ্জাক। উদ্বোধনী অনুষ্ঠানের পর শোভাযাত্রায় অংশ নেন চলচ্চিত্র জগতের কলাকুশলীরা।

 

বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপিত হচ্ছে এবারের চলচ্চিত্র দিবস। চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠিত হবে আলোচনা ও সেমিনার। এতে প্রবন্ধ পাঠ করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, নির্মাতা কাজী হায়াৎ, আবদুল আজিজ, ইফতেখার উদ্দিন নওশাদ, মোহাম্মদ হোসেন জেমি, খোরশেদ আলম খসরু, মহিউদ্দিন ফারুক এবং এ জে এম শফিউল আলম ভূইয়া। সেমিনারে সভাপতিত্ব করবেন তপন কুমার ঘোষ। এ ছাড়া থাকছে স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা।

   

রাইজিংবিডি/ঢাকা/৩ এপ্রিল ২০১৭/শান্ত/মারুফ