বিনোদন

বৈশাখ অসাম্প্রদায়িক চেতনার এক সর্বজনীন উৎসব : আঁচল

রাহাত সাইফুল : পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। এ দিন বাঙালি জাতিসত্তার মানুষ অতীত ভুলে নতুনের আবাহনে মেতে ওঠে। সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছর। ফলে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশের। সেই উৎসবে একাত্ম হন রূপালি ভুবনের তারকারাও। এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখির কাছে তার বৈশাখ ভাবনা সর্ম্পকে জানতে চাইলে তিনি রাইজিংবিডি বলেন- ‘ছোটবেলা থেকেই স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতাম। পহেলা বৈশাখ এলেই মেলার অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার অনুরোধ আসত। ফলে বৈশাখের দশদিন আগে থেকেই প্রাকটিস শুরু হয়ে যেত। আসলে তখন নাচ নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। আর তখন পহেলা বৈশাখ বলতেই মেলা মনে করতাম। বন্ধুদের নিয়ে মেলায় অনেক ঘুরেছি।’ তিনি বলেন, ‘একটু বড় হওয়ার পর ভাইয়ের সঙ্গে মেলায় ঘুরতে বের হতাম। নায়িকা হওয়ার পর বৈশাখের মেলায় ঘুরতে যাওয়াটা বন্ধ হয়ে গেছে। শুটিংয়ের ব্যস্ততায় মেলায় যাওয়ার ইচ্ছেটাও হারিয়ে ফেলেছি। তবে এবার পহেলা বৈশাখ আমি আমাদের গ্রামেই থাকবো। সেখানে মেলা হয়। বোরকা  পরে সে মেলায় যাওয়ার ইচ্ছে আছে। ছোটবেলার মেলাটা খুব মিস করি।’ তিনি আরো বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালিদের জন্য অসাম্প্রদায়িক চেতনার এক সর্বজনীন উৎসব। বাঙালি জাতিসত্তার পরিচয় বহন করে পহেলা বৈশাখ। সুতরাং দিনটি সব সময় আনন্দে পালিত হোক এটা চাই। ’ রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৭/রাহাত