বিনোদন

সেন্সরে পিতা-পুত্রের গল্প

রাহাত সাইফুল : জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা। চলচ্চিত্রে এখন তিনি নিয়মিত নন। সম্প্রতি তার পুত্র মাশরুর পারভেজ ওরফে ইউল রাইয়ান পরিচালিত ‘রাইয়ান’ শিরোনামের সিনেমায় অভিনয় করেছেন তিনি। ইউল রাইয়ান পরিচালিত প্রথম এ সিনেমাটি সম্প্রতি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। আজ বুধবার (১৯ এপ্রিল) সিনেমাটি সেন্সরে প্রদর্শিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়। এ প্রসঙ্গে ইউল রাইয়ান বলেন, ‘সিনেমা শিল্পের একজন সংগ্রামী গল্প লেখকের যাপিত জীবন ও কর্মজীবনের প্রতিটি পদক্ষেপের নানা প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে। এবং সেই প্রতিবন্ধকতা অতিক্রম করার জন্য সে সংগ্রাম সেই ঘটনাগুলো উপজীব্য করে নির্মিত হয়েছে এই সিনেমাটি।’ তিনি আরো বলেন, ‘‘যারা ভালো সিনেমা দেখতে আগ্রহী তাদের জন্য ‘রাইয়ান’। এ সিনেমার গল্পের প্রতিটি মুহূর্তে উপভোগ করার মতো বিষয় রয়েছে। আমার বিশ্বাস, দর্শক সিনেমাটি দেখে বহুদিন পর ঢাকাই সিনেমার গল্পে নতুনত্বের ছোঁয়া খুঁজে পাবেন।’’ সোহেল রানা ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন রাইয়ান, নাজিয়া হক অর্ষা,  ফারুক আহমেদ প্রমুখ।  ‘রাইয়ান’ সিনেমায় অভিনয় ও নির্মাণের পাশাপাশি গল্প, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন ইউল রাইয়ান। সিনেমাটি প্রযোজনা করছেন মাসুদ পারভেজ। রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৭/রাহাত/শান্ত