বিনোদন

মশার উৎপাতে অতিষ্ঠ আনোয়ারা!

রাহাত সাইফুল : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আনোয়ারা। ষাটের দশক থেকে এখন পর্যন্ত নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। চলচ্চিত্র ও নাটকের পাশাপাশি তিনি এখন বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন। সম্প্রতি তিনি একটি মশার কয়েলের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। আকাশ আমিন পরিচালিত এ বিজ্ঞাপনে দেখা যাবে, আনোয়ারার ঘরে মশার উৎপাত অনেক বেশি। তিনি ঠিক মতো ইফতার করতে পারেন না। ঠিক এমন সময় তার ছেলের স্ত্রী একটি কয়েল দিয়ে মশাগুলো নিধন করেন। এতে তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন কাজী সবুজ। ছেলের স্ত্রীর চরিত্রে পুষ্পিতা পপি ও নাতনির চরিত্রে অভিনয় করেছেন রাইসা। রাইজিংবিডির সঙ্গে আলাপ কালে এমনটাই জানান পরিচালক আকাশ আমিন। এ প্রসঙ্গে আকাশ আমিন রাইজিংবিডিকে বলেন, ‘প্রথমবারের মতো আনোয়ারা ম্যাডামকে নিয়ে কাজ করেছি। সম্প্রতি উত্তরায় কয়েলের এ বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এর কনসেপ্ট ও কাজটি ভালো হয়েছে।’ আনোয়ারা প্রায় পঞ্চাশ বছরের অভিনয় জীবনে সাড়ে ছয়শ'র অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেছেন ও বেশকিছু টেলিভিশন নাটকেও কাজ করেছেন। একবার সেরা অভিনেত্রীসহ মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি। তার জনপ্রিয় চলচ্চিত্রগুলো হচ্ছে- ‘গোলাপী এখন ট্রেনে’ (১৯৭৮), ‘সুন্দরী’ (১৯৭৯), ‘শখিনার যুদ্ধ’ (১৯৮৪), ‘শুভদা’ (১৯৮৬), ‘মরণের পরে’ (১৯৯০), ‘রাধাকৃষ্ণ’ (১৯৯২), ‘বাংলার বধু’ (১৯৯৩) ও ‘অন্তরে অন্তরে’ (১৯৯৪) ইত্যাদি। আনোয়ারার চলচ্চিত্রে অভিষেক ঘটে একজন নৃত্যশিল্পী হিসেবে। প্রথম দিকে কয়েকটি সিনেমায় তিনি নৃত্য শিল্পী হিসেবে কাজ করেন। ‘নবাব সিরাজউদ্দৌলা’ চলচ্চিত্রটি ছিল তার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট। এতে তার বিপরীতে খ্যাতিমান অভিনেতা আনোয়ার হোসেন নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করেন। রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/রাহাত/মারুফ