বিনোদন

ঝড়ের কবলে শুটিং ইউনিট

বিনোদন ডেস্ক : ঝড়ের কবলে পড়েছিল নাটকের শুটিং ইউনিট। সম্প্রতি পাবনার পদ্মার চরে ‘কলস’ নাটকের শুটিং চলছিল। সে সময় এ ঘটনা ঘটে বলে  জানিয়েছেন মডেল অভিনেত্রী স্পর্শিয়া। চরকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কলস’। যে কারণে নাটকের দৃশ্যধারণ চরে হচ্ছিল। এ সময় শুটিং করছিলেন মামুনুর রশীদ, স্পর্শিয়া, সোহেল রানা, জয়রাজসহ অনেকে। নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, গত রোববার আমরা শুটিং করছিলাম। ওইদিন আচমকা ঝড় শুরু হয়। এমন তাণ্ডব যা বলার মতো না। শুটিংয়ের তাবু, চেয়ার, টেবিল, যন্ত্রপাতি সব উড়ে যায়। প্রাণ বাঁচাতে এ সময় সবাই মাটিতে শুয়ে পড়ি। সহকারী পরিচালক দুজন কোনোরকম ক্যামেরা বুকে নিয়ে মাটিতে পড়ে ছিল। স্পর্শিয়া আরো বলেন, ভয়ংকর ঝড় আর বজ্রপাত যখন শুরু হয় তখন একটা কথাই শুধু মাথায় কাজ করছিল- তা হলো আমার কিছু হলে আমার মাকে কে দেখবে? তবে ঝড়ে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঝড় থামার পর সবাই ওই স্থান থেকে নিরাপদ স্থানে চলে আসেন। পরবর্তীতে শুটিং ইউনিটের সবাই সুস্থভাবে ঢাকা ফিরেছেন বলে জানা গেছে। রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৭/শান্ত/মারুফ/তারা