বিনোদন

সিনেমার মহরতে শিল্পীদের চাপা ক্ষোভ

রাহাত সাইফুল : গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) বিএফডিসিতে ‘বাহাদুরী’ শিরোনামের সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। ‘বাহাদুরী’ সিনেমার মহরত হলেও এ সিনেমা নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। বরং বক্তারা চলচ্চিত্রের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এবং বিভিন্ন বিষয় নিয়ে চাপা ক্ষোভ প্রকাশ করেন। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরু, ছুটির ঘণ্টা খ্যাত নির্মাতা আজিজুর রহমান, চিত্রনায়ক ওমর সানি, খলঅভিনেতা মিশা সওদাগর, জায়েদ খান, পরীমনি, সাইমন সাদিক, সিনেমাটির নির্মাতা শফিক হাসানসহ অন্যান্য কলাকুশলীরা। এ সময় শিল্পীরা বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জায়েদ খান বলেন, ‘আমাদের চলচ্চিত্রে অনেক গুণী শিল্পী রয়েছেন। কোনো প্রয়োজন নেই অন্য দেশ থেকে শিল্পী ধার করে আনার। বাইরে থেকে এসে আমাদের এখানে কর্তৃত্ব করুক এটা আমরা কখনই মেনে নিব না। শিল্পীদের নিয়ে বিভিন্ন সমালোচানা উঠেছে। এটা সত্যি লজ্জার। আমাদের শিল্পী সমিতিতে নেতৃত্বে  দুর্বলতার কারণেই এমনটা হয়েছে। শিল্পী সমিতি শক্তিশালী থাকলে অনেক শিল্পী ভয় পেত। এতে কোনো অন্যায় বা অনিয়ম করতে না।’ সাইমন সাদিক বলেন, ‘বাহাদুরী সিনেমার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। সিনেমার প্রচার প্রচারণার ব্যাপারে বলতে চাই, রাস্তা-ঘাটে অনেক পোস্টার দেখা যায় শুধু সিনেমার পোস্টার ছাড়া। সংবাদিকদের মাধ্যমে আমি মাননীয় মেয়র মহোদয়ের কাছে পৌছে দিতে চাই- সিনেমার সূচনালগ্ন থেকে প্রচারণার জন্য পোস্টার অন্যতম মাধ্যম। কিন্তু পোস্টার নেই কেন? এখন আমরা সিনেমার ক্রান্তি লগ্নে আছি। এমন অবস্থায় আমাদের সব দিক থেকে চেপে ধরা হলো। সর্বশেষ মেয়র মহোদয় চেপে ধরলেন সিনেমার পোস্টার লাগানো বন্ধ করে। আমরা চাই, সিনেমার পোস্টার রাস্তায় থাকুক, প্রয়োজনে অন্য পোস্টার বন্ধ করে দেয়া হোক।’

পরীমনি বলেন, ‘সিনেমার সোনালি যুগ রুপালি যুগ আমি বুঝিনা। আমি এখানে হাঁটতে শুরু করেছি, এখনো হাঁটছি। জানি না, আর কতদিন হাঁটব। যতটুকুই পেয়েছি সবটুকুই প্রত্যাশার বাইরে ছিল। আমি এতটা আশা করিনি। আমার দর্শক আমার ইন্ডাস্ট্রি আমাকে ভালোবেসেই দিয়েছেন। সবার আর্শীবাদে এখানে আসছি। যে মানুষের সহযোগিতায় এখানে এসেছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’ তিনি আরো বলেন, ‘প্রত্যেকটা সিনেমা শুধু পরিচালক বা প্রযোজকের নয়। সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেকের সিনেমায়। এটার সবাইকে মাথায় রাখলেই চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াবে।’ শফিক হাসান পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন সাইমন সাদিক-পরীমনি, জায়েদ খান-নবাগত মৌ খান। বাহাদুরী সিনেমাটি প্রযোজনা করছেন এস এস মাল্টিমিডিয়া। সিনেমাটির শুটিং খুব শিগগির শুরু হবে বলেন নির্মা্তা সূত্রে জানা যায়। রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৭/রাহাত/শান্ত