বিনোদন

‘পূর্ণিমাকে জাদুকরের মতো লাগে’

আমিনুল ইসলাম শান্ত : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। চলচ্চিত্রে কিছুটা অনিয়মিত হলেও টেলিভিশন নাটকে বেশ সরব এই অভিনেত্রী। আগামী ঈদুল ফিতর উপলক্ষে টেলিভিশন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আজ শনিবার (২৯ এপ্রিল) ‘তালপাতার পাখা’ শিরোনামের একক নাটকের শুটিং শুরু করছেন পূর্ণিমা। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নাটকটির নির্মাতা চয়নিকা চৌধুরী। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। এতে পূর্ণিমার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন মাহফুজ আহমেদ। এবারই প্রথম পূর্ণিমার সঙ্গে কাজ করছেন চয়নিকা। এ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘এবারই প্রথম পূর্ণিমার সঙ্গে কাজ করছি। তাকে আমার জাদুকরের মতো লাগে। তার ম্যাজিকের মতো ক্ষমতা রয়েছে। এত্ত সুইট একজন মানুষ! নম্র-ভদ্র সদা হাস্যময়ী পূর্ণিমা। তাকে নিয়ে কাজ করতে এসে নার্ভাস লাগছে।’ নাটক প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘‘নাটকে পূর্ণিমা ও মাহফুজ আহমেদ স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। গল্পে দেখা যাবে- পূর্ণিমা আলমারি গোছাতে গিয়ে একটি গল্পের বই খুঁজে পান। বইটিতে লেখা, ‘তোমার দেয়া তালপাতার পাখাটা আজও যত্ন করে রেখে দিয়েছি। ইতি- বর্ষা।’ এরপর পূর্ণিমার মনে প্রশ্ন জাগে কে এই বর্ষা? তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।’’ তালপাতার পাখা নাটকের গল্পটি খুব সাধারণ কিন্তু এর সংলাপ অনেক শক্তিশালী ও চমৎকার। এজন্য রচয়িতা মাসুম শাহরিয়ারকে ধন্যবাদ জানান এই নির্মাতা। এ ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-নাজিরা মৌ, আজম খান ও আখতারী ডলি। আজ পূবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। এখানে দুদিন শুটিং হবে। এরপর নগরীর উত্তরায় দৃশ্যায়নের কাজ হবে। ঈদুল ফিতরে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলেও জানান এই নির্মাতা। রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৭/শান্ত/মারুফ