বিনোদন

পুলকিতকে এড়িয়ে চলছেন ইয়ামি

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা পুলকিত সম্রাট ও অভিনেত্রী ইয়ামি গৌতম। সনম রে সিনেমার সময় থেকে এ দুজনের প্রেমের গুঞ্জন চাউর হয়। এরপর থেকে নানা কারণেই আলোচনায় এসেছেন এ জুটি। বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে তাদের। কিন্তু তাদের সম্পর্কটা এখন মোটেও ভালো যাচ্ছে না। পুলকিতকে নাকি এড়িয়ে চলছেন ইয়ামি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘কিছুদিন হলো পুলকিতকে এড়িয়ে চলছেন ইয়ামি। পুলকিত বিষয়টি ঠিক করার চেষ্টা করছেন, কিন্তু ইয়ামি এ বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। ইয়ামি মনে করছেন তাদের সম্পর্ক এ অভিনেত্রীর ক্যারিয়ারে প্রভাব ফেলছে। তাই ব্যস্ততা অজুহাতে পুলকিতকে এড়িয়ে চলছেন ইয়ামি।’ পুলকিত-ইয়ামি জুটিকে পর্দায় সর্বশেষ দেখা গেছে জুনুনিয়াত (২০১৬) সিনেমায়। এছাড়া ইয়ামি গৌতম অভিনীত সর্বশেষ সিনেমা কাবিল। এতে এ অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন হৃতিক রোশান। বর্তমানে সরকার-থ্রি সিনেমা নিয়ে ব্যস্ত ইয়ামি। অন্যদিকে ফুকরি-টু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত পুলকিত। রাইজিংবিডি/ঢাকা/৪ মে ২০১৭/মারুফ/ফিরোজ