বিনোদন

এসব অশিক্ষিত মূর্খদের কারবার : ফারুক

রাহাত সাইফুল : দীর্ঘ সময় ধরে ঢাকাই চলচ্চিত্রে নাজুক অবস্থা বিরাজ করছে। মুক্তি পাওয়া সিনেমাগুলো ব্যর্থ সিনেমার তলিকা দীর্ঘ করছে। প্রযোজকরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। এর মধ্যে গত দেড় মাস ধরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলছে। বিএফডিসির পরিবেশ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে শাকিব খানের উপর হামলা, মামলা, পরিচালক সমিতি কথায় কথায় চলচ্চিত্র সংশ্লিষ্ট যে কারো কাছে নোটিশ পাঠাচ্ছে। সর্বশেষ নায়করাজ রাজ্জাককে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তার প্রতিবাদ করেন নির্মাতা গাজী মাহবুব। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এ ঘটনায় মর্মাহত ‘মিঞা’ ভাই খ্যাত চিত্রনায়ক ফারুক। এ প্রসঙ্গে চিত্রনায়ক ফারুক রাইজিংবিডিকে বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটা উচিৎ না বলে মনে করি। কাউকে নিয়ে কোনো রকম মন্তব্য করা সঠিক নয়। আমরা যারা আছি এ মানুষগুলো আর কতদিন থাকব এই পৃথিবীতে। এদের নিয়ে মন্তব্য করা একদমই ঠিক না। আমরা যদি আর্টকালচারের লোক হয়ে একে অপরের সঙ্গে এমন ঘটনা ঘটাই তাহলে অন্যরা কি বলবে।’ তিনি আরো বলেন, ‘যাদের হাতে গড়া বিএফডিসি তাদের নিয়ে মন্তব্য করা সঠিক নয়। আর মন্তব্য করলেও সেটার অনেকগুলো পদ্ধতি আছে। আমরা সিনেমা জগতের মানুষ। আমরা মন্তব্য করব হাসতে হাসতে। এমন ভাষায় বলা ঠিক না। আর এসব অশিক্ষিত মূর্খদের কারবার হয়ে যায়।’ তিনি আরো বলেন, ‘শুনেছি সিনিয়র একজনকে নিয়ে কথা বলেছেন। এর বিস্তারিত আমি জানি না। তবে আমি যেটা বুঝি এই বিএফডিসিতে আমাদের রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। দয়া করে আমাদের নিয়ে কেউ কাদা ছিটাছিটি করবেন না। আমরা সবার।’ চলমান ঘটনা নিয়ে আপনাদের দায়বদ্ধতা কী বলে মনে করছেন? জবাবে তিনি বলেন, ‘যে ঘটিয়েছে সে আমার ছোট ভাই। যার সাথে ঘটিয়েছে সেও আমার ছোট ভাই। আমি পারি- দুজনকে ডেকে বলে দিতে যে, তোমরা নিজেদের ভুলটা নিজেরা শুধরে নাও। এ ধরনের ঘটনা যেন আর না হয়। পরিচালক সমিতিতে এটা হবে কেন? আমি আজ পত্রিকায় দেখে খুবই মর্মাহত।’ ‘সিনিয়রদের একটা দায়িত্ব থেকেই যায়। কিন্তু কেউ তো বলে না। শুধু আমাকে দিয়েই বলায়। আমার কথা হলো- এ ধরনের ঘটনা ঘটছে এ নিয়ে আমরা বসব। কথা বলব। তাহলেই তো সমাধান হয়ে যায়। এ নিয়ে এত কাদা ছোড়াছুড়ির কি আছে।’ বলেন, ফারুক।  রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৭/রাহাত/শান্ত