বিনোদন

ঈদে দীপুর দুই নাটক

বিনোদন ডেস্ক : নাট্য নির্মাতা দীপু হাজরা। অনেক জনপ্রিয় টেলিভিশন নাটক উপহার দিয়েছেন তিনি। ঈদুল ফিতর উপলক্ষে ‘উসিলা’ ও ‘আহত গন্তব্য’ নামে দুটি নাটক নির্মাণ করেছেন এই নির্মাতা। বৃন্দাবন দাস রচিত ‘উসিলা’ নাটকে অভিনয় করেছেন-চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, ইভানা, জামিল হোসেন, মাসুদ রানা মিঠু, আশরাফ রবি প্রমুখ।  নাটকটি গাজী টিভিতে প্রচার হবে।   ‘আহত গন্তব্য’ নাটকটি রচনা করছেন আহসান হাবিব সকাল। এতে অভিনয় করেছেন-অপূর্ব, সুমাইয়া শিমু, সামিয়া সাঈদ, সাদিয়া তিতলি, আলী ফায়ান, সাদ্দাম সানি। ঈদের চতুর্থ দিন রাত ৯টায় মাছরাঙ্গা টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। এ প্রসঙ্গে নির্মাতা দীপু হাজরা রাইজিংবিডিকে বলেন, প্রতি ঈদেই খণ্ড নাটক নির্মাণ করি। তবে সংখ্যায় কম। চেষ্টা করি, গল্পের মান ঠিক রেখে এমন একটা কিছু তৈরি করব যাতে দর্শকরা ভালো কিছু উপভোগ করতে পারেন। এবারের নাটক দুটি, একটি গল্পের সাথে আরেকটির কোনো মিল নেই। একটি গল্প গ্রামের পটভূমি অন্যটি শহরের। আশা করি, নাটক দুটি দর্শকদের ভালো  লাগবে।’ দীপু হাজরা পরিচালিত দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে  উল্লেখযোগ্য হলো- ইলু ইলু,  জিন্না কসাই, শাপলা স্টুডিও, কুত্তা চোর, কাঁক, ভোঁদাই, ছবির দেশে কবিতার দেশে, গান মজিদ, লাভ রশিদ, মফিজ বি এসসি, সেতু - বন্ধন, নীল নীরবতা, শব্দের শরীর প্রভৃতি। এছাড়া তার নির্মিত ১০৭ পর্বের ‘থ্রি কমরেডস’ ধারাবাহিক নাটকটিও অনেক সাড়া ফেলে। রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৭/শান্ত/মারুফ