বিনোদন

শর্মিলার সঙ্গে নাচবেন তারা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সত্যজিৎ রায়ের দর্শকপ্রিয় ‘অপুর সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। ১৫ জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে  ‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ কনসার্ট। এতে  অংশ নিতে বাংলাদেশে আসছেন ভারতের নন্দিত এই অভিনেত্রী। কনসার্টে শর্মিলার অভিনীত গানে তার সঙ্গে নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশি চার অভিনেত্রী-তারিন, নিপুণ, চাঁদনী ও নাদিয়া। এ ছাড়া কনসার্টে গান পরিবেশন করবেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী। কনসার্টটি উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন। এর আয়োজন করেছে চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট। এদিন সন্ধ্যা ৭টার সংবাদের পর কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

রাইজিংবিডি/ঢাকা/১৩ জুলাই ২০১৭/শান্ত/মারুফ