বিনোদন

ছেলের সিনেমার দায় অনুরাগকে দিলেন ঋষি

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত সিনেমা জাগ্গা জাসুস। নানা কারণে বেশ কয়েকবার পিছিয়ে যায় সিনেমাটির মুক্তির তারিখ। অবশেষে গত ১৪ জুলাই মুক্তি পায় সিনেমাটি। এতে রণবীর কাপুরের অভিনয় প্রশংসা পেলেও বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। আর সিনেমাটির ব্যর্থতার দায় নির্মাতা অনুরাগ বসুকেই দিলেন রণবীরের বাবা ঋষি কাপুর। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ঋষি কাপুর বলেন, ‘বুধবার পর্যন্ত (সিনেমাটি মুক্তির দুইদিন আগে) অনুরাগ সিনেমার মিশ্রণের কাজ করছিলেন। আপনি ভাবতে পারেন? প্রীতম সম্ভবত এক সপ্তাহ আগে মিউজিক দিয়েছেন। আপনি কী বলবেন? আপনি কারো পরামর্শ নেবেন না। এখনকার নির্মাতারা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছেন। তারা সিনেমা মুক্তির আগে কাউকে দেখাননি এমন ভাব যে তারা নিউক্লিয়ার বোমা বানাচ্ছেন।   আমি সিনেমাটি পছন্দ অথবা অপছন্দ করিনি। আমার মনে হয়েছে সিনেমাটির দৈর্ঘ্য আরো ২০ মিনিট বাড়ানো দরকার ছিল। কিন্তু কে তাদের এই কথা বলবে? একতা কাপুর যখন তাকে সিনেমা থেকে বের করে দেয় সেটি আমার ঠিক মনে হয়েছে। কাইট (২০১০) সিনেমার শুটিংয়ের সময় রাকেশ রোশানের সঙ্গে তার সমস্যা হয়েছিল। তিনি এতটাই দায়িত্বহীন নির্মাতা যে সিনেমা শেষ করেন না। গত দুই বছরে এটি তিনবার মুক্তির কথা ছিল কিন্তু দেরি হতেই থাকে।’ গোবিন্দকে সিনেমা থেকে বাদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি হয়তো পৃথিবীর বিখ্যাত পরিচালক। কিন্তু দায়িত্বহীনতার কারণে কেউ আপনার সঙ্গে কাজ করতে চাইবে না। এছাড়া অনেকে আছেন যার সঙ্গে অর্থের বিষয়টি জড়িত। আমি আপনাকে বিশ্বাস করেছি, বিনিময়ে আপনি কী দিয়েছেন? আপনি গোবিন্দকে সিনেমা থেকে বাদ দিয়েছেন। আপনি যদি গোবিন্দকে সিনেমায় না নিতে চান তাহলে প্রথমেই তাকে বললেন না কেন?’ রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/মারুফ/শান্ত