বিনোদন

জয়াকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

বিনোদন প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ প্রদান করেছেন। সোমবার বিকেলে ২৫ ক্যাটাগরিতে ৩১ জন শিল্পী ও কলাকুশলীর মধ্যে এ পুরস্কার বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান (জিরো ডিগ্রি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়া আহসানকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আজকে বিদেশে জয়ার একটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল। সেখানে তিনি অংশ না নিয়ে এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এতে বোঝা যায় দেশের প্রতি তার (জয়া আহসান) ভালোবাসা কতটা রয়েছে। এজন্য তাকে ধন্যবাদ।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমত উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন তথ্য সচিব মর্তুজা আহমেদ। মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, পদস্থ সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আরো পড়ুন : রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/রাহাত/সাইফ/মুশফিক