বিনোদন

‘তোমার হলো শুরু আমার হলো সারা’

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ-ভারত যৌথভাবে নির্মাণ করেছে মিউজিক ভিডিও ‘তোমার হলো শুরু আমার হলো সারা’। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের লুসা মির্জা ও ভারতের সোম চ্যাটার্জি। গানটির সংগীতায়োজন করেছেন সোম নিজেই এবং এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা ইয়ামিন ইলান। সোম-লুসার এই গানটি রেকর্ডিং, মিক্সিং এবং মাস্টারিং হয়েছে সিসিক্সথ স্টুডিও (কলকাতা), ই-মিউজিক স্টুডিও (ঢাকা) এবং ওয়াভেলেন্স স্টুডিওতে (মুম্বাই)। এতে অভিনয় করেছেন র‌্যাম্প মডেল আজমী, সারা, ইরিনা এবং রোমেন। কোনো বাংলাদেশি শিল্পীর সাথে কলকাতার জনপ্রিয় রবীন্দ্রসংগীত এবং গজল শিল্পী সোমের এটিই প্রথম দ্বৈত কাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব ভালো লেগেছে কাজ করে। আসলে আমার কাছে বাংলা মানে একটাই। এপার-ওপার বলে কিছু নেই। সেই একই মানুষ, একই ইমোশন। তাই নিজের মানুষের সাথেই কাজ করছি বলে মনে হয়েছে। লুসাদির আন্তরিকতার তুলনা হয়না। অসম্ভব আদর, যত্ন ও ভালোবাসার মধ্যে কাজ করেছি ওই কটা দিন। এছাড়াও ই-মিউজিকের ইলান এবং তার টিমের কাজ করা দেখে আমি মুগ্ধ। সব মিলিয়ে এত পরিশ্রমের ফল যদি দর্শক শ্রোতা সাদরে গ্রহণ করে তবেই আমাদের কাজের সার্থকতা।’ সোম এখন মুম্বাই এবং কলকাতায় বেশ কিছু সিনেমার সংগীত নিয়ে কাজ করছেন। একই সাথে নিজের এবং অন্য শিল্পীদের অ্যালবাম নিয়েও ব্যস্ত রয়েছেন। সামনে প্রকাশ পাবে এমন কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন লুসা মির্জা। দেখুন : ‘তোমার হলো শুরু আমার হলো সারা’ গানটি রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/রাহাত/মারুফ