বিনোদন

তিশা-সজলের সম্পর্কের টানাপোড়েন!

বিনোদন ডেস্ক : গাড়ি ড্রাইভ করছে কমল। পাশের সিটে বসে স্বামীর দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছে শায়লা। পাশ ফিরে কমল জিজ্ঞেস করে, ‘কী দেখছো?’ শায়লা উত্তর দেয়, ‘তোমাকে।’ কমল প্রশ্ন করে ‘আমি কেমন?’ জবাবে শায়লা বলে, ‘ঠিক চিনতে পারি না, তবে অনুভব করতে পারি তুমি আমারই আছো। মনে হয়, আরো কয়েক জীবন লাগবে তোমাকে বুঝতে।’ কথোকথনটি ‘মৃদুমন্দ ভালোবাসা’ নাটকের একটি দৃশ্যের। সোমেশ্বর অলির রচনায় নাটকটি নির্মাণ করেছেন তপু খান। কমল চরিত্রটি রূপায়ন করেছেন আব্দুন নূর সজল। আর শায়লা চরিত্রে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে।    নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা তপু খান রাইজিংবিডিকে বলেন, ‘ভালোবেসে বিয়ে করেন তিশা-সজল। পেশাগত জীবনে সফল করপোরেট ব্যক্তিত্ব সজল। তাদের কোনো সন্তান নেই। সজল অফিস নিয়ে ব্যস্ত থাকেন। আর তিশা সংসার সামলান। তবে সজল সময় না দিতে পারায় তিশা বেশ একা বোধ করেন। ধরাবাঁধা জীবনের বাইরে বের হতে পারেন না তারা। এজন্য গল্পে তাদের সম্পর্কে একটা টানাপোড়েন দেখা যায়। এমন নানারকম ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে নাটকের কাহিনি।’  

ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। তিশা-সজল ছাড়াও এতে অভিনয় করেছেন আজিজুর রহমান আজাদ, কেয়া রহমান, মাহমুদা আক্তার নিশা, মাধবী লতা, নাফিজ নাজমুল প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন সাব্বির চৌধুরী ও রাসেল আলম। ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।  রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/শান্ত/মারুফ