বিনোদন

হ্যাকারের দখলে কণ্ঠশিল্পী সাবার ফেসবুক

বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা হক সাবা। এ শিল্পীর বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতিয়েছেন তিনি। বর্তমানে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক। এর মাধ্যমে ভক্তদের সঙ্গে খুব সহজেই যোগাযোগ স্থাপন করতে পারেন তারকারা। কণ্ঠশিল্পী সাবাও ফেসবুকে বেশ সরব। সাম্প্রতিক সময়ের নানা বিষয় ফেসবুকে ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। ১৫ আগস্ট সাবার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়ে। সাবার এই অ্যাকাউন্টে ৭২ হাজার ফলোয়ার রয়েছে। এ প্রসঙ্গে সাবরিনা হক সাবা রাইজিংবিডিকে বলেন, ‘ফেসবুক আইডি বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি যোগাযোগের মাধ্যম। আমার ফেসবুক আইডিটা হ্যাক হয়েছে। ইতিমধ্যে পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা চেষ্টা করছেন আইডিটি উদ্ধার করতে। কিন্তু দুদিন পেরিয়ে গেলেও আইডিটা এখনো ফেরত পাইনি।’ সর্ব শেষ ‘মন আঙিনা’ নামের একটি গানে কণ্ঠ দেন সাবা। এ গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। এতে মডেল হয়েছেন সুপার হিরো খ্যাত অভিনেতা সাগর ও নাসা। সাবরিনা হক সাবা শিশুশিল্পী হিসেবে পেয়েছেন বেশ কয়েকটি জাতীয় পুরস্কার। ‘প্রার্থনা’ অ্যালবামের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ‘ডুব’, ‘মনেরই আকাশ’, ‘রোমিও জুলিয়েট’, ‘সুখপাখি’, ‘পাঁজরের মাঝে’, ‘জনম জনম তোমাকে’ নামের অ্যালবাম প্রকাশিত হয়। সাবার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘অনলি সাবা টু’। রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৭/রাহাত/শান্ত