বিনোদন

মাহবুবের স্থলাভিষিক্ত আলমগীর

বিনোদন প্রতিবেদক : পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য মাহবুবের স্থলাভিষিক্ত হয়েছেন তার নিকটতম প্রার্থী কাজী আলমগীর। রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য কবিরুল ইসলাম। ঢাকাই সিনেমার গুণী অভিনয়শিল্পী নায়করাজ রাজ্জাককে কেন্দ্র করে বিএফডিসির পরিচালক সমিতিতে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও কার্যনির্বাহী পরিষদের সদস্য গাজী মাহবুবের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এক পর্যায়ে তাদের মধ্যে অশোভন বাক্য বিনিময় হয়। এ ঘটনার পর গাজী মাহবুবের পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের  সদস্যপদ স্থগিত এবং কার্যনির্বাহী কমিটি থেকে বহিষ্কার করা হয়। চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে কাজী আলমগীর এক ভোটে গাজী মাহবুবের কাছে পরাজিত হয়েছিলেন। এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছিল, এক বছরের জন্য গাজী মাহবুবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া কার্যনির্বাহী কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। ফলে পরিচালক সমিতির সব গঠনতন্ত্র অনুযায়ী তিনি কোনো সুযোগ-সুবিধা পাবেন না। পরিচালক সমিতি থেকে বলা হয়েছে, গত ২১ মে গাজী মাহাবুব এফডিসিতে সিনিয়র পরিচালকদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং আচরণবিধি লঙ্ঘন করেন। পুলিশের কাছে তার করা সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় পরিচালক সমিতি থেকে তার সদস্যপদ এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/রাহাত/শান্ত