বিনোদন

হুমায়ূন পুত্রের নির্দেশনায় আসাদুজ্জামান নূর

বিনোদন ডেস্ক : নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন। এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এবার প্রথমবারের মতো একক নাটক নির্মাণ করলেন। ‘হোটেল অ্যালবাট্রস’ নামের নাটকটির রচনা ও পরিচালনা করেছেন তিনি। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নুহাশ হুমায়ূন।  গুণী নির্মাতা অমিতাভ রেজার তত্ত্বাবধানে গত ঈদুল ফিতরে দর্শক দেখেছিলেন ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’। এবার অমিতাভ ও মেজবাউর রহমান সুমনের তত্ত্বাবধানে ‘অস্থির সময়ে স্বস্তির গল্প’ শিরোনামে নাটক নির্মাণ করছেন সাত তরুণ নির্মাতা। নুহাশ হুমায়ূন এ সাত তরুণ নির্মাতার একজন। ‘হোটেল অ্যালবাট্রস’  নাটকের মূল চরিত্র রূপায়ন করেছেন গুণী অভিনেতা আসাদুজ্জামান নূর, শান রহমান, অ্যালেন শুভ্র, আনন্দ খালেদ। সম্প্রতি নগরীর একটি রেস্তোরাঁয় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। তবে কেমন গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে তা জানাননি নুহাশ। নুহাশ হুমায়ূন রাইজিংবিডিকে বলেন, ‘এখনি নাটকের গল্প প্রসঙ্গে কিছু বলা যাবে না। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানানো হবে।’ শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘অভিজ্ঞতা ভালো। শুটিং সেটে সবাই অনেক সহযোগিতা করেছেন।’ নাটক নির্মাণে নিয়মিত হবেন কিনা তা নিশ্চিত করে বলেননি নুহাশ। বরং সময়ের উপরই তা ছেড়ে দিয়েছেন তিনি।  ঈদুল আজহায় গাজী টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।

       

রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৭/শান্ত/মারুফ