বিনোদন

একই নামে দুই সিনেমা!

বিনোদন প্রতিবেদক : একই সময় একই নামে দুইটি সিনেমা নির্মাণ! এও কি সম্ভব? শুনে হয়তো পাঠকদের চোখ কপালে উঠবে। আর চোখ কপালে উঠাই স্বাভাবিক। বলছি, ‘বেপরোয়া’ নামের সিনেমার কথা। ২০ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া রাইজিংবিডিতে সিনেমাটির মহরত অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পাঠায়। ‘বেপরোয়া’ নামের একটি সিনেমার মহরত হবে বলে এতে উল্লেখ করা হয়। এ নিয়ে রাইজিংবিডিতে জাজের ‘বেপরোয়া’ শিরোনামে খবর প্রকাশিত হয়।   এরপর চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠে ‘বেপরোয়া’ নামে ইতিমধ্যেই পরিচালক সমিতিতে সিনেমার নাম নিবন্ধন করা হয়েছে। এ বিষয়টি জানতে রাইজিংবিডির এ প্রতিবেদক কথা বলেন পরিচালক সমিতির মহাচিব বদিউল আলম খোকনের সঙ্গে। এ সময় তিনি জানান, ১৩ আগস্ট ‘বেপরোয়া’ নামে একটি সিনেমার নিবন্ধন করা হয়। সিলভার স্ক্রিনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করবেন এম এ আউয়াল। জাজ মাল্টিমিডিয়া একই নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে। এ বিষয়টি কীভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাজ কলকাতার রাজা চন্দ্রকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী রাজা চন্দ্রকে আগে বাংলাদেশের পরিচালক সমিতির সদস্য হতে হবে। তিনি এখনো সদস্য হননি। সদস্য না হয়ে নাম নিবন্ধন করা যায় না। পরিচালক বিহীন নাম নিবন্ধন  করা যায় না।’ তিনি আরো বলেন, ‘রাজা চন্দ্রের অন্য একটি সিনেমার নাম নিবন্ধনের জন্য আমাদের কাছে আবেদন করেছে জাজ কর্তৃপক্ষ। আমরা তাদের জানিয়ে দিয়েছিলাম, রাজা চন্দ্রকে আগে পরিচালক সমিতিতে এসে সৌজন্য সাক্ষাৎ করতে হবে। এরপর পরিচালক সমিতি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাবে।’ এ বিষয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ রাইজিংবিডিকে বলেন, ‘‘আমরা পরিচালক সমিতিতে ‘বেপরোয়া’ নামে সিনেমার নাম নিবন্ধনের আবেদন করেছি। তারা বলেছেন, কোনো সমস্যা নেই। সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। তবে এখন আবার কী হয়েছে সেটা জানি না।’’ এদিকে ২২ আগস্ট রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘বেপরোয়া’ সিনেমার আনুষ্ঠানিক মহরতের ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৭/রাহাত/শান্ত