বিনোদন

মিশুর ‘বাহানা’

বিনোদন ডেস্ক : প্রকাশিত হলো কণ্ঠশিল্পী মামুন খান মিশুর প্রথম অ্যালবাম ‘বাহানা’। জি-সিরিজ ও অগ্নিবীণার ব্যানারে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে অ্যালবামটি।   আটটি গান নিয়ে সাজানো হয়েছে ‘বাহানা’। এর মধ্যে ৬টি গানের কথা লিখেছেন ও সুরকার করেছেন মামুন খান মিশু। অ্যালবামের অধিকাংশ গানই রোমান্টিক, ফোক ও মেলো রক ঘরানার। অ্যালবামের দুটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী মিতুয়া হেমা ও মিশু। কণ্ঠশিল্পী মামুন বলেন, ‘‘সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। চেষ্টা করেছি ভালো কিছু গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। আশা করি, গানগুলো শুনে শ্রোতাদের ভালো লাগবে। অ্যালবামটিতে ‘কী যে মায়া লাগাইলা’ শিরোনামে একটি গান আছে, এই গানটি শ্রোতাদের মনে আলাদাভাবে জায়গা করে নিতে পারে। এটা উচ্চাশা নাকি সম্ভাবনা তা বিচারের ভার শ্রোতাদের ওপর ছেড়ে দিলাম।’ এ অ্যালবামের ‘কলিজার ভেতরে’ শিরোনামে রোমান্টিক ঘরানার গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। খুব শিগগির ইউটিউবে প্রকাশের পাশাপাশি টেলিভিশন চ্যানেলে এটির প্রচার শুরু হবে। অ্যালবামের সিডি তৈরির কাজও চলছে, ঈদুল আজহায় বাজারে সিডি ক্যাসেট পাওয়া যাবে বলেও জানিয়েছেন মিশু। রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৭/শান্ত/মারুফ