বিনোদন ডেস্ক : গত ঈদুল ফিতরে প্রচারিত হয় ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’। গুণী নির্মাতা অমিতাভ রেজার তত্ত্বাবধায়নে তরুণ সাত নির্মাতা নির্মাণ করেছিলেন এ সিরিজের নাটকগুলো। এবার নাট্যকার মেজবাউর রহমান সুমন ও অমিতাভ রেজার তত্ত্বাবধানে ‘অস্থির সময়ে স্বস্তির গল্প’ সিরিজে নাটক নির্মাণ করলেন সাত তরুণ নির্মাতা। এই সাত তরুণের সঙ্গে যুক্ত হয়েছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন পুত্র নুহাশ হুমায়ূন। প্রথবারের মতো তিনি নির্মাণ করলেন ‘হোটেল অ্যালবাট্রস’ নামের একক নাটক। নাটকটির রচনা ও চিত্রনাট্যও করেছেন তিনি। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, শান রহমান, অ্যালেন শুভ্র, আনন্দ খালেদ। কিছু মানুষ এই শহরে ঠাঁই খুঁজে পাওয়ার আশায় বুকে পাথর নিয়ে থাকে। এমন গল্প নিয়ে গড়ে উঠেছে ‘বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো’ নামে একক নাটক। তানভীর আহসানের রচনা ও পরিচালানায় এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জুনায়েদ হোসেন প্রমুখ। একক নাটক ‘মাহুত’। আজব এক শহর ঢাকা। যা পরাবাস্তব। এই নাগরিক জঙ্গলে একজন মাহুত ও তার হাতির জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকের কাহিনি। সুকর্ণ শাহেদের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করছেন নাসির উদ্দিন খান, বাবলু বোস ও লুসি তৃপ্তি গোমেজ প্রমুখ। ‘তাইলে সেই কথাই রইল’ নামে একক নাটক নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর, শরাফ আহমেদ জীবন ও শাহেদ আলী প্রমুখ। জাহিন ফারুক আমিন নির্মিত নাটক ‘শ্যাওলা’। এতে অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে অভিনয় করেছেন। সৈয়দ আহমেদ শাওকি নির্মাণ করেছেন ‘কথা হবে তো?’ নামে একক নাটক। কবি আহসান হাবিবের ‘দোতলায় ল্যান্ডিং’ কবিতার অনুপ্রেরণায় গল্প রচনা করেছেন সৈয়দ গাউসুল আলম শাওন। চিত্রনাট্য রচনা করেছেন মনিরুল ইসলাম রুবেল। এতে অভিনয় করেছেন মনোজ কুমার, নাবিলা প্রমুখ। আবিদ মল্লিক নির্মাণ করেছেন ‘প্রতিশোধ’ নামে একক নাটক। সৈয়দ গাউসুল আলম শাওনের রচনায় নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন আদনান আবিদ খান। এতে অভিনয় করেছেন তারিক আনাম খানসহ অনেকে। সিরিজ প্রসঙ্গে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আমরা একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সহনশীলতা কমে গেছে। এসবের বিপরীতে আমরা এমন গল্প নিয়ে কথা বলতে চাই যে গল্পগুলো আমাদের স্বস্তি দেবে। গল্পগুলোর মাধ্যমে মানুষের চিন্তার বিকাশ ঘটবে। মানুষকে চিন্তাভাবনার খোরাকের পাশাপাশি বিনোদন দিতে চাই। সাতজন প্রতিভাবান নির্মাতা অন্তত সেই চেষ্টাই করেছেন।’ সবগুলো নাটক বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভিতে রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে।
রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৭/শান্ত/মারুফ