বিনোদন

কোরবানির ঈদে মাহবুবুল এ খালিদের রচনায় ২ গান

নিজস্ব প্রতিবেদক : আজ পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দেওয়ার দিন। কিন্তু কোরবানি কি শুধুই পশু জবাই, নাকি প্রিয় বস্তু উৎসর্গ করা? এ প্রশ্ন আজ সত্যিই ভেবে দেখার বিষয়। “কোরবানি তো নয় গো শুধু, পশু জবাই করা। কোরবানি তো প্রিয় বস্তু উৎসর্গ করা। ইবরাহিমের ত্যাগের স্মৃতি, ইসলামের মহান রীতি। থাকলে নেছাব দাও কোরবানি। আছ যারা বাদশা ধনী। হও ইসলামে সওগাত। আর মিলাও কাঁধে কাঁধ।” কোরবানির ঈদ নিয়ে কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের লেখা একটি গানের অংশবিশেষ এটি। ঈদুল আজহা নিয়ে মাহবুবুল এ খালিদ লিখেছেন দুটি গান। এর একটির শিরোনাম ‘-এ প্রকাশিত হয়েছে। কোরবানির ঈদ নিয়ে মাহবুবুল এ খালিদের লেখা গানদুটিতে সুরারোপ করেছেন দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং ইমন সাহা। আর কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি, সালমা, কোনাল, সাব্বির, মেহেদি, টিনা ও আজিজ। ‘বছর ঘুরে এলো ফিরে’ শিরোনামের গানের দুটি ভার্সন করা হয়েছে। এর একটিতে সুর করেছেন ইমন সাহা। সমবেত কণ্ঠের গানটি গেয়েছেন সালমা, কোনাল, সাব্বির ও আজিজ। আরেকটি ডুয়েট। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে এটিতে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি ও সাব্বির। দুটি গানই ভিডিও আকারে ইউটিউবে ছাড়া হয়েছে। ‘কোরবানি কি শুধুই জবাই’ শিরোনামের আরেকটি গানে তিনটি ভার্সন করা হয়েছে। সবগুলোরই সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এর একটি দ্বৈত কণ্ঠের। যেটি গেয়েছেন মেহেদি হাসান ও টিনা মোস্তারী। সিঙ্গেল কণ্ঠের অপর গানদুটির একটি গেয়েছেন মেহেদি। অন্যটি টিনা। ‘বছর ঘুরে এলো ফিরে’ গানের ইউটিউব লিংক

‘কোরবানি কি শুধুই জবাই’ গানের ইউটিউব লিংক

রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৭/অগাস্টিন সুজন