বিনোদন

পরিচালক এবার নায়ক

বিনোদন প্রতিবেদক : নির্মাতা রিয়াজুল রিজু। ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমাটি নির্মাণ করে পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ সিনেমায় নায়িকা হিসেবে ছিলেন সানজিদা তন্ময়। এবার এই নায়িকার সঙ্গেই ‘কৃষ্ণগহ্বর’ নামের একটি ধারাবাহিক নাটকে ক্যামেরার সামনে আসছেন রিজু। ছয় পর্বের এ ধারাবাহিকটি নির্মাণ করেছেন মেহেদি হাসান সজিব। এতে রিয়াজুল রিজু-সানজিদা তন্ময় ছাড়া আরো অভিনয় করছেন মিহি আহসান, জয়রাজ, সাব্বির আহমেদ, মেহেদী আকাশসহ অনেকে। এতে পুলিশ, সন্ত্রাসী, ছিঁচকে চোরসহ বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন রিজু। এ প্রসঙ্গে নির্মাতা ও অভিনেতা রিয়াজুল রিজু বলেন, ‘এক সময় থিয়েটার করেছি। সে থেকেই অভিনয়ের প্রতি আলাদা দুর্বলতা রয়েছে। গাজী টিভির অ্যাকশন আওয়ারে অভিনয় করলাম। এখানে আমি কয়েকটি চরিত্রে অভিনয় করেছি। তার মধ্যে একটি চরিত্র হচ্ছে লঞ্চঘাটের এক ছিঁচকে চোরের। চোরটা তার চেয়ে একটু ভালো মেয়ের সঙ্গে প্রেম করে। এরপর মেয়েটি ওকে রেখে যে হোটেলে কাজ করে তার ম্যানেজারকে বিয়ে করে। তখন চোরটা খেপে যায়। এক সন্ত্রাসী দলের সঙ্গে যুক্ত হয় এবং বড় ধরনের সন্ত্রাসী হয়ে যায়।’ আলফা আই প্রোডাকশনের ব্যানারে নাটকটির প্রযোজনা করছেন শাহরিয়ার শাকিল।

   

রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৭/রাহাত/মারুফ