বিনোদন

পাঁচ বছর পর প্রাচ্যনাটের যুগল প্রযোজনা

বিনোদন ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর পর মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের যুগল প্রযোজনা ‘কেরামতনামা’ ও ‘বায়োস্কোপ’। ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে এই দুটি প্রযোজনা। নাটক দুটির তত্ত্বাবধায়নে রয়েছেন প্রাচ্যনাটের অন্যতম সদস্য কাজী তৌফিকুল ইসলাম ইমন। এ প্রসঙ্গে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘‘আমাদের গ্রুপের সদস্য রিঙ্কন শিকদার। ও মারা গেছে। ‘কেরামতনামা’ নাটকটি ওরই রচনা। এ নাটকের গল্পটা আখ্যান টাইপের। ওর কিছু ভাবনা ছিল যা নিয়ে নাটকটি ও রচনা করে। ‘কেরামতনামা’ নাটকটি ইন হাউস প্রোডাকশন। এ নাটকটি অডিটোরিয়ামে প্রদর্শনের পরিকল্পনা ছিল না। মাত্র একবার বাইরে শো হয়েছিল। আর  সব প্রদর্শনী গ্রুপের মধ্যে করেছি। আর ‘বায়োস্কোপ’ নাটকটি স্যাটায়ার ধর্মী।’’ এতটা বিরতি নিয়ে আবার কেন ‘কেরামতনামা’ নাটকটির প্রদর্শনী করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘‘আগেই বলেছি নাটকটি ইন হাউস প্রোডাকশন। এটা নিয়মিত প্রযোজনা না। এছাড়া মাঝে রিঙ্কনের মৃত্যুবার্ষিকী গেল। এজন্য আবার প্রদর্শন করার পরিকল্পনা করি। এছাড়া ‘কেরামতনামা’ নাটকের দৈর্ঘ্য অল্প। যার জন্য একই মঞ্চে ‘বায়োস্কোপ’ নাটকটিও একই সঙ্গে প্রদর্শনী করছি।’’ ‘কেরামতনামা’ নাটকটি রচনা, নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনা করেছেন রিঙ্কন শিকদার। আলোক পরিকল্পনায় রয়েছেন রিপন। সংগীত পরিচালনায়  নোবেল। গান গেয়েছেন শান্তা, জবা, জয়িতা, সৌরভ, জার্নাল, ফারহিন, অপি। প্রযোজনা অধিকর্তা মো. আসাদুজ্জামান সুমন। ‘বায়োস্কোপ’ নাটকটির ভাবনা, বিন্যাস, নির্দেশনায় রয়েছেন সাইফুল ইসলাম জার্নাল ও মনিরুল ইসলাম রুবেল। সংগীতে রয়েছেন জেম,  নোবেল, শরিফ, কলি। আলোক পরিকল্পনায় রফিক ও জাহাঙ্গীর। কোরিওগ্রাফি করেছেন কলি। রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৭/শান্ত/মারুফ