বিনোদন

চলচ্চিত্র ফোরামে শাকিবের পদ

বিনোদন প্রতিবেদক : গত কয়েক মাস ধরেই ঢাকাই চলচ্চিত্রে অস্থিরতা বিরাজ করছে। গত ঈদুল ফিতরে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয় চলচ্চিত্র পরিবার। চলচ্চিত্র পরিবার যৌথ প্রযোজনার সঠিক নিয়ম নীতির দাবিতে আন্দোলনেও নামে। এছাড়া বিভিন্ন কারণে শাকিব খানকে বয়কট ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে অবাঞ্চিত ঘোষণা করেন চলচ্চিত্রের এ সংগঠন। এদিকে নতুন একটি সংগঠন করার পরিকল্পনা করছেন আব্দুল আজিজ, শাকিব খানসহ অন্যান্যরা। এতে পর পর দুইবার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত শাকিব খানকে কোন পদে দেখা যাবে তা নিয়ে শাকিব ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। চলচ্চিত্রাঙ্গনে শোনা যাচ্ছে, শাকিব খানকে গুরুত্বপূর্ণ কোনো পদে দেখা যাবে। ২ অক্টোবর ‘চলচ্চিত্র ফোরাম’ এর কমিটি ঘোষণা করা হবে বলে জানা যায়। তবে এর আগেই গোপন সূত্রে জানা যায়, চিত্রনায়ক শাকিব খানকে কার্যনির্বাহী সদস্য পদে রাখা হয়েছে। সূত্রটি আরো জানান, শাকিব খানকে কার্যনির্বাহী সদস্য পদ দেওয়া হয়েছে। আর তিনি এই পদে থাকবেন বলেও জানিয়েছেন। সম্প্রতি ‘চলচ্চিত্র ফোরাম’ শিরোনামে নতুন একটি সংগঠনের নাম নিবন্ধন করা হয়েছে। এতে প্রযোজক নাসিরউদ্দিন দিলুকে সভাপতি ও নির্মাতা কাজী হায়াতকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করতে যাচ্ছেন বলে রাইজিংবিডিকে জানান নির্মাতা কাজী হায়াৎ। জানা যায়, এ সংগঠনের সঙ্গে রয়েছেন প্রযোজক মোহাম্মদ হোসেন, আব্দুল আজিজ, অভিনেতা নাদের চৌধুরী, অভিনেতা ওমর সানি, অমিত হাসান, চিত্রনায়িকা মৌসুমী, ববি, ইকবালসহ অনেকে। এছাড়াও চিত্রনায়ক বাপ্পারাজকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখার কথাও শোনা যাচ্ছে। কয়েকদিন আগে চিত্রনায়ক শাকিব খান চলচ্চিত্র পরিবারের আহবায়ক চিত্রনায়ক ফারুকের বাসায় গিয়ে ক্ষমা চেয়েছেন। এ সময় চলচ্চিত্র পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন। এরপর শাকিব খানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে বিভিন্ন সংবাদমাধ্যমে বলেন চলচ্চিত্র পরিবার। কিন্তু এখন পাল্টা সংগঠন করা হলে দ্বন্দ্বের অবসান কতটা হলো সেটাই প্রশ্ন? এক রাজ্যে দুই নেতৃত্ব কতটা সুফল বয়ে আনবে চলচ্চিত্র শিল্পে সেটাই দেখার অপেক্ষা। আরো পড়ুন : ‘এক রাজ্যে দুই নেতৃত্ব : চলচ্চিত্রে সুবাতাস বইবে তো?’  

 

রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৭/রাহাত/শান্ত