বিনোদন

আমিন খানের ‘দুর্গা’

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আমিন খান। নব্বইয়ের দশকে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেতা। বর্তমানে চলচ্চিত্রে খুব একটা দেখা যায় না তাকে। তবে মাঝে মধ্যে টেলিভিশন নাটক-টেলিফিল্ম নিয়ে দর্শকের সামনে হাজির হন তিনি। এবার দুর্গাপূজা উপলক্ষে ‘দুর্গা’ নামে একক নাটকে অভিনয় করলেন আমিন খান। বিদেশি গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মোবারক হোসেন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হারুন অর রশীদ প্রিন্স। নাটকের গল্প প্রসঙ্গে হারুন অর রশীদ প্রিন্স বলেন, ‘বর্ষার রাত। আকাশ মেঘাচ্ছন্ন, গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। দীর্ঘ সাত বছর পর এমন রাতে দেখা হয় প্রেম আর দুর্গার। একে অপরকে দেখে তাদের মনে পড়ে যায় হারানো দিনগুলোর কথা। দুর্গা জানতে চায়, কেন প্রেম তাকে ফেলে বিদেশে পালিয়ে গিয়েছিল? কিন্তু বিদেশ যাওয়ার কারণ প্রেম যখন বলে তখন কান্নায় ভেঙ্গে পড়ে দুর্গা। কিন্তু কি হয়েছিল সেদিন দুজনের মধ্যে, যার জন্য তাদের কথা বলা বন্ধ হয়েছিল, মধুর সেই সম্পর্কে চির ধরেছিল? এ প্রশ্নের উত্তর জানতে হলে টেলিভিশনের পর্দায় চোখ রাখতে হবে।’  নাটকটির প্রেম চরিত্রে অভিনয় করেছেন আমিন খান। আর দুর্গা চরিত্রে দেখা যাবে রোমানা আক্তার পুতুলকে। এছাড়া অভিনয় করেছেন ওবিদ রেহান, আলি আজাদ প্রমুখ। ৩০ সেপ্টেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে বলেও জানান এই নির্মাতা।

   

রাইজিংবিডি/ঢাকা/৩০ সেপ্টেম্বর ২০১৭/শান্ত/মারুফ