বিনোদন

শিরিনের ‘পিরিতির নেশা’

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী শিরিন জাওয়াদ। দীর্ঘ দিনের বিরতি ভেঙে চলতি বছরের জানুয়ারিতে ‘গানওয়ালী’ শিরোনামে নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হন তিনি। এ গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেন শিরিন।  এবার ১০ মাসের বিরতির পর ‘পিরিতির নেশা’ শিরোনামে নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন শিরিন। গানটি দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন শিরিন ও পাবেল। এবারই প্রথম দ্বৈত কোনো গানে কণ্ঠ দিলেন শিরিন। আভরাল সাহিরের কথা, সুর ও সংগীতে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। চট্টগ্রামের কাপ্তাই ও ঢাকার উত্তরার বিভিন্ন স্থানে গানটির দৃশ্যায়ন হয়েছে। পাবেল ও শিরিনের পাশাপাশি এতে দেখা যাবে মডেল সানজুকেও। গত ২ অক্টোবর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যালেনে প্রকাশিত হয়েছে গানটি। সংগীতশিল্পী হাবিবের হাত ধরে বাংলাদেশের সংগীত ভুবনে পা রাখেন লন্ডনপ্রবাসী শিরিন। হাবিবের সুর ও সংগীতে প্রথম অ্যালবাম ‘পাঞ্জাবিওয়ালা’ প্রকাশের পরই সবার নজর কাড়েন তিনি। তার ‘পাঞ্জাবিওয়ালা’ গানটি এখনো সবার মুখে মুখে ফিরে। তার একক ‘মাতওয়ালি’, ‘রঙিলা’ গানও বেশ শ্রোতাপ্রিয়তা পায়। দেখুন : ‘পিরিতির নেশা’ গানটি  

   

রাইজিংবিডি/ঢাকা/৭ অক্টোবর ২০১৭/শান্ত