বিনোদন

একজন ব্যক্তি ও প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি গ্রাস করছে : নিপুণ

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী পদে শপথ গ্রহণ করলেন অভিনেত্রী নিপুণ। আজ বুধবার বিকেল ৫টায় শিল্পী সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি মিশা সওদাগর তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে নিপুণ বলেন, ‘আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান গ্রাস করে নিচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যাতে পুরো ইন্ডাস্ট্রি চলে না যায় আমরা সে জায়গাটা নিয়ে কাজ করতে চাই। চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে চাই।’   শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, আলীরাজ, রিয়াজ, পপি, ফেরদৌস, সাইমন সাদিকসহ অনেকে। গত ৫ মে বাংলাদেশ শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চিত্রনায়িকা মৌসুমী কার্যনিবার্হী সদস্য পদে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি শপথ বাক্য পাঠ করেননি। তার কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে সদস্য পদ থেকে পদত্যাগ করার চিঠি পাঠান মৌসুমী। তার শূন্য পদেই কমিটির সম্মতিক্রমে চিত্রনায়িকা নিপুণকে নেওয়া হয়েছে বলে জানা যায়। রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/রাহাত/শান্ত