বিনোদন

লাইফ সাপোর্টে বারী সিদ্দিকী

বিনোদন প্রতিবেদক : ‘শুয়াচান পাখি’, ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী বারী সিদ্দিকী। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। ১৭ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। চিকিৎসক জানান, তার দুটি কিডনি অকার্যকর ও তিনি বহুমূত্র রোগেও ভুগছেন। এ বিষয়ে বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী বলেন, ‘গতকাল গভীর রাতে হঠাৎ তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। মুহূর্তেই অচেতন হয়ে পড়েন। বছর দুয়েক যাবৎ বাবা কিডনির সমস্যায় ভুগছেন। গত বছর থেকে সপ্তাহে তিন দিন কিডনির ডায়ালাইসিস করাচ্ছেন তিনি। তার জন্য সবাই দোয়া করবেন।’ বারী সিদ্দিকী শিল্পী হিসেবে পরিচিতি পান ১৯৯৯ সালে। ওই বছর হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমাটি মুক্তি পায়। এতে তিনি ছয়টি গান গেয়ে রাতারাতি আলোচনায় আসেন। রাইজিংবিডি/১৮ নভেম্বর ২০১৭/রাহাত/মারুফ