বিনোদন

রাজ্জাক ভাইয়ের জীবনী লেখার অনুমতিপত্র রয়েছে: ছটকু আহমেদ

বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাককে নিয়ে জীবনী লেখার উদ্যোগ নিয়েছেন গুণী নির্মাতা ছটকু আহমেদ। ২০১৮ সালে একুশে বইমেলায় বইটি প্রকাশের কথাও ভাবছেন তিনি। কিন্তু রাজ্জাকের জীবনী প্রকাশ নিয়ে আপত্তি জানিয়েছেন নায়ক রাজের পরিবার। বাপ্পারাজ জানিয়েছেন, রাজ্জাককে নিয়ে জীবনী লেখার অনুমতি তাদের পরিবার থেকে দেয়া হয়নি এবং তারা চাচ্ছেন না ছটকু আহমেদ তার বাবার জীবনী লিখুক। তবে নির্মাতা ছটকু আহমেদ বলছেন ভিন্ন কথা। এ প্রসঙ্গে ছটকু আহমেদ রাইজিংবিডিকে বলেন, ‘রাজ্জাক ভাইকে আমি অনেক সম্মান করি। তিনি আমাকেও খুব ভালো জানতেন। তাকে নিয়ে ভালো কিছু লেখার জন্যই এই উদ্যোগ নিয়েছি।  আর তাকে নিয়ে ভুল কিছু কেন লিখব?  আর লেখার পর বাপ্পারাজসহ ওদের পরিবাবের সবাইকে দেখাব। ওদের না দেখিয়ে কেন প্রকাশ করব? আমি চাচ্ছি রাজ্জাক ভাইকে নিয়ে ভালো কিছু লিখতে। এটা নিয়ে এখনই এত প্রশ্ন? লেখা শেষে প্রশ্ন তোলার মতো কিছু থাকলে তারা তা অবশ্যই বলবেন। এখানে বিভাজন করার কিছু নেই। আমরা বসে বিষয়গুলোর সমাধান করে নিতে পারি।’ রাজ্জাক পরিবার থেকে অনুমতি নিয়েছেন কিনা? এই প্রশ্নের উত্তরে ছটকু আহমেদ বলেন, ‘রাজ্জাক ভাই আমাকে লিখতে বলেছেন। তার সকল কথার ভিডিও আমার কাছে আছে। তা ছাড়া রাজ্জাক ভাই স্বাক্ষরিত অনুমতিপত্র রয়েছে। আসলে এগুলো কিছু নয়, তাকে নিয়ে ভালো কিছু লিখতে চাচ্ছি।  আমি ঘুরে ঘুরে বিভিন্নজনের মন্তব্য নিচ্ছি।  তারাও সুন্দর সুন্দর মতামত দিচ্ছেন।’ রাইজিংবিডি/ঢাকা/২২ নভেম্বর ২০১৭/রাহাত/শান্ত