বিনোদন

শুক্রবার ৮১ প্রেক্ষাগৃহে রোশানের ‘ককপিট’

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক রোশান।  যৌথ প্রযোজনার ‘রক্ত’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে নাম লেখান তিনি। এরপর বাংলাদেশ ও যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেন। সম্প্রতি দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলার ‘ককপিট’ সিনেমায় অভিনয় করেছেন। কমলেশ্বর মুখার্জি পরিচালিত এ সিনেমাটি ইতোমধ্যে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ককপিট’। আগামীকাল শুক্রবার দেশের ৮১টি প্রেক্ষাগৃহে ‘ককপিট’ সিনেমাটি মুক্তি পাবে বলে রাইজিংবিডিকে জানান আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লা খোকন। এ প্রসঙ্গে আলিমুল্লাহ খোকন রাইজিংবিডিকে বলেন, ‘এখন পর্যন্ত ৮১টি হল বুকিং দেয়া হয়েছে। আরো কয়েকটা হল বৃদ্ধি পেতে পারে।’ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র ভারতে রপ্তানি ও প্রদর্শনের বিপরীতে ভারতের কলকাতার একটি সিনেমা আমদানি করে বাংলাদেশে দেখানো হয়। এ আইন মেনেই ‘ককপিট’ সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। বাংলাদেশের রোশান ছাড়াও এতে আরো অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব, কোয়েল মল্লিক, রুক্মিনি মৈত্রসহ অনেকে। রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৭/রাহাত/শান্ত