বিনোদন

‘জাদুকর’ শিরোনামহীন (ভিডিও)

বিনোদন ডেস্ক : আলো আঁধারি ঘর। সুরের কলকাতানে মুখরিত চার দেয়াল। কিন্তু গিটারের মাথায় একটি সাপ পেঁচিয়ে আছে। কিছুক্ষণ পর সাপটি নেমে অন্ধকারে হারিয়ে যায়। ঘরে একজন মুখোশ পরা জাদুকর ঘুরে বেড়াচ্ছেন। দৃশ্যটি ‘জাদুকর’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর। জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন’। দলটির প্রধান ভোকাল তানযীর তুহীন গত ৬ অক্টোবর দল ছেড়ে দেয়ার ঘোষণা দেন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে সময় কেটেছে। দলটির ভাঙা-গড়ার এই সময় গতকাল তাদের ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে ‘জাদুকর’ শিরোনামের নতুন এই মিউজিক ভিডিওটি। ‘কোনো এক ভোরে মুখোশের জাদুকর/কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর/বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয়/যুদ্ধ বা সন্ধিই পরিচয়’-এমন কথার গানটি রচনা করেছেন জিয়াউর রহমান জিয়া। সুর করেছেন গিটারিস্ট দিয়াত খান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা আশরাফ শিশির। গানে জাদুকর চরিত্রে অভিনয় করেছেন অরণ্য রানা। তানযীর তুহীন চলে যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন চট্টগ্রামের ছেলে ইশতিয়াক। গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ইউটিউবে গানটি প্রকাশের পর ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এছাড়া তুহীনের শুন্যতা মনে করিয়ে দিয়ে বিভিন্ন মন্তব্য করছেন অধিকাংশ ভক্ত।  দেখুন : ‘জাদুকর’ গানটি।

     

রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৭/শান্ত/মারুফ