বিনোদন

অভিযুক্তের অস্বীকার, জাইরাকেই দুষছেন স্ত্রী

বিনোদন ডেস্ক : দঙ্গল সিনেমাখ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম। গত শনিবার ভিস্তারা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে মুম্বাই যাওয়ার পথে পাশের যাত্রীর দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন তিনি। শ্লীলতাহানির অভিযোগে অজ্ঞাত এক ব্যক্তির নামে মামলাও দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (হেনস্তা, অশালীন আচরণ এবং জোরজবরদস্তি করা) অনুযায়ী এ মামলা দায়ের করা হয়। জাইরার অভিযোগের ভিত্তিতে রোববার বিকাশ সাচদেব নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করে বিকাশ জানান, এটি অনিচ্ছাকৃত ছিল এবং যখন বুঝতে পারেন জাইরার শরীরে তার পা লেগেছে, তিনি ক্ষমাও চেয়েছেন। এমনকি অভিযুক্তের স্ত্রীও জাইরাকেই দুষছেন। বিকাশের স্ত্রী দিব্যা সাচদেব বলেন, ‘এই মেয়ে (জাইরা) খ্যাতির মোহে প্রভাবিত হয়ে ভুলভাবে আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে। আমার স্বামী দিল্লি থেকে আসছিলেন। তার মামা মারা গেছেন এবং মানসিকভাবে ঠিক ছিলেন না। তিনি অসুস্থ ছিলেন এবং ঘুমানোর জন্য কম্বল চাইছিলেন। আমি এই অভিযোগ শুনে অবাক হয়েছি। পুলিশ আমার স্বামীকে হাজতে নিয়ে গেছে।’ এর আগে সতেরো বছর বয়সি জাইরা অভিযোগ করেন, মধ্যবয়সি এক পুরুষ তার পাশের সিটে বসে ছিলেন। তিনি ঘুমিয়ে পড়লে ওই ব্যক্তি তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন। ওই লোকটি জাইরার ঘাড়ে ও পায়ে হাত দিয়েছিলেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী তখন  সাহায্যের জন্য কেবিন ক্রুকে ডাকাডাকি করেও কোনো লাভ হয়নি। এরপর শনিবার রাতেই তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাইভে আসেন। লাইভে এসে ক্রু সদস্যদের নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানানোর পরই তা নিয়ে শোরগোল পড়ে যায়। রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/মারুফ/তারা