বিনোদন

কোনো রাজাকারের চরিত্র অনুসরণ করি নাই : নিশো

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো। অভিনয় নিয়ে বরাবরই তিনি গবেষণা করে থাকেন। চরিত্রের প্রয়োজনে বহুবার বহুভাবে নিজেকে ভেঙেছেন। এবার তাকে দেখা যাবে একজন রাজাকারের চরিত্রে। বিজয় দিবস উপলক্ষে ‘সমর্পণ’ নামে একক নাটকে এমন চরিত্রে অভিনয় করেছেন নিশো।  মনসুর রহমান চঞ্চলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। এতে নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নাদিয়া নদী।   এ প্রসঙ্গে রাইজিংবিডির সঙ্গে কথা হয় আফরান নিশোর। তিনি বলেন, ‘এবারই প্রথম রাজাকারের চরিত্রে অভিনয় করলাম। আসলে এই চরিত্রটি তো রূপক চরিত্র। আমাদের সমাজে অনেক রাজাকার, মীরজাফর রয়েছে। আমি একাত্তর দেখি নাই। এই চরিত্রটি ওই সময়ের কিন্তু আমি চরিত্রটি রূপায়নের সময় ওই সময়ের কথা ভাবি নাই। মা, মাতৃভূমি বা দেশের পক্ষে-বিপক্ষে মানুষ আছে। বিপক্ষের মানুষগুলো দেশের বিপক্ষে গিয়ে, মুক্তি সেনাদের বিপক্ষে গিয়ে পাকিস্তানি সৈন্যদের পক্ষে কাজ করেছে। সমর্পণ নাটকে আমার চরিত্রটির নাম ফোরকান। যে লোভী একজন মানুষ।’ প্রথমবার রাজাকারের চরিত্রে অভিনয় করলেন। নাটক-টেলিফিল্মের চরিত্রে আপনাকে বরাবরই মিশে যেতে দেখা যায়। এ চরিত্রটি রূপায়নের অভিজ্ঞতা নিয়ে যদি কিছু বলতেন। নিশো বলেন, ‘আমি চরিত্রগুলো খুব সহজভাবে নিতে চাই। সেজন্য হয়তো বা খুব সহজভাবেই করে ফেলি। রাজাকাররা খুব চতুর, কুটিল, তারা মানুষের উপকার করতে পারে না। এই মানুষগুলো ভালো না, এরা খারাপ, সর্বশেষ এই মানুষগুলোর জন্য শাস্তি নির্ধারণ করাটা খুব গুরত্বপূর্ণ। এসব বিষয় নিয়ে আমি আমার মতো করে একটি চরিত্র দাঁড় করানোর চেষ্টা করেছি। পরিচালক যে চরিত্রটির নাম দিয়েছেন রাজাকার। তবে চরিত্রটি রূপায়নের সময় বিশেষ কোনো রাজাকারের চরিত্র অনুসরণ করি নাই।’

 

সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আফরান নিশো, নাদিয়া নদী ছাড়াও এতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিমি করিম। ১৬ ডিসেম্বর রাত ৮ টায় আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।

   

রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/শান্ত/মারুফ