বিনোদন

পারিশ্রমিক ছাড়াই গাইলেন সালমা

বিনোদন প্রতিবেদক : এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। মহান বিজয় দিবস উপলক্ষে প্রথমবার একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ গানে কণ্ঠ দেয়ার জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি। গানটিতে সালমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইবরার টিপু ও এফ এ সুমন। ‘আমার দেশ’ শিরোনামের গানটি গত ১৫ ডিসেম্বর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ‘সামনে চলার এখনই সময়/ রাখব না আর সংশয়/ স্বাধীনতা দিয়েছে মোদের / বাংলার বুকে অভয়/ আমার মা আমার দেশ/ ভালোবাসি বাংলাদেশ।’ এমন কথার গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজন  করেছেন সংগীতশিল্পী প্রত্যয় খান। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘আমার গাওয়া এটিই প্রথম দেশের গান। এর আগে দেশের গান গাওয়া হয়নি। চেতনাময় একটি খাঁটি দেশের গান গাইলাম। গানের কথা ও সুর আসাধারণ হয়েছে। আমার কাছে মনে হয়েছে, এটি দেশের মানুষকে জাগ্রত করার মতো একটি গান। আর এই গানের মাধ্যমে টিপু ভাই ও সুমন ভাইয়ের সাথে প্রথম কোনো গানে কণ্ঠ দিলাম। দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকেই গানটি গেয়েছি। তাই গানটি গাওয়ার জন্য কোনো পারিশ্রমিকও নেইনি। আশা করছি, সবার ভালো লাগবে।’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম। ক্যামেরায় ছিলেন সোহাগ খান, সম্পাদনা করেছেন হাসান ফুয়াদ। দেখুন : ‘আমার দেশ’ শিরোনামের গানটি। রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৭/রাহাত/শান্ত