বিনোদন

ক্যান্সারে আক্রান্ত ফুয়াদ

বিনোদন ডেস্ক : ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। আজ রোববার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় এই দুঃসংবাদ জানান ফুয়াদ। ভিডিও বার্তায় ফুয়াদ বলেন, ‘আমি চাই না আমার বন্ধু, ভক্তরা কোনো থার্ট পার্টির কাছ থেকে খবরটি শোনেন। গত সপ্তাহে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করেছি। আমার শরীরে প্যাপিলারি কারসিনোমা ধরা পড়েছে। এটা থাইরয়েড ক্যান্সার। এখন কোন পর্যায়ে আছে, এই মুহূর্তে তা বলতে পারছি না।’ থাইরয়েড ক্যান্সার সহজে নিরায়মযোগ্য। এই রোগ নিয়ে অনেকে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারেন জানিয়ে ফুয়াদ সবার কাছে দোয়া চান। ১৯৮৮ সালে আট বছর বয়েসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ফুয়াদ। সেখানে জীবনের বড় একটি সময় কাটান তিনি। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। প্রবাসী হলেও বাংলা গানের নিয়মিত চর্চা করে যাচ্ছেন তিনি। রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৮/শান্ত