বিনোদন

সাতদিনেই পুরো সিনেমার শুটিং শেষ!

বিনোদন প্রতিবেদক : মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘ডুব’ সিনেমাটি গত বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি মুক্তির আগেই তিনি ‘শনিবার বিকেল’ নামে নতুন আরেকটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এতে ৮টি দেশের শিল্পীরা অভিনয় করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন অস্কার মনোনীত ‘ওমর’-এর অভিনেতা ইয়াদ হুরানী, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।

ঢাকার কোক স্টুডিওতে এর দৃশ্যায়ন চলছে। ইতোমধ্যে চার দিনের শুটিং শেষ হয়েছে। আর তিন দিন শুটিং করলেই পুরো সিনেমার শুটিং শেষ হবে বলে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়। সূত্রটি রাইজিংবিডিকে বলেন, ‘প্রতিদিন আড়াই ঘণ্টা থেকে ৩ ঘণ্টা শুটিং করা হয়। প্রত্যেকটি শট একবারই টেক নেয়া হয়। সাত দিন শুটিং করলে পুরো সিনেমার শুটিং শেষ হবে।’ এর আগে সিনেমার কলাকুশলীদের নিয়ে মহড়া করেছেন এর নির্মাতা। জাজ মাল্টিমিডিয়া ছাড়াও সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে রয়েছে ছবিয়াল ও জার্মানির টেনডেম প্রোডাকশনস। রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৮/রাহাত/শান্ত