বিনোদন

চীনে ঝড় তুলেছে আমিরের ‘সিক্রেট সুপারস্টার’

বিনোদন ডেস্ক : গত বছরের আলোচিত বলিউড সিনেমা সিক্রেট সুপারস্টার। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন জনপ্রিয় অভিনেতা আমির খান। ভারতে মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে খুব বেশি আয় করতে পারেনি এটি। তবে চীনা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি। গত শুক্রবার দেশটিতে মুক্তি পায় সিক্রেট সুপারস্টার। প্রথম দিনে এটি আয় করে ৪৩.৯৩ কোটি রুপি। শনিবার বক্স অফিসে আরো ৬৭.০৫ কোটি রুপি যোগ করে এটি। মুক্তির মাত্র দুই দিনে ভারতীয় বক্স অফিসের আয় ছাড়িয়ে যায় এ সিনেমা। তৃতীয় দিনে এর আয় ৬২.৮৪ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম উইকেন্ডে প্রায় ১৭৫ কোটি রুপি তুলে নিয়েছে সিক্রেট সুপারস্টার। বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। এর আগে গত বছর দীপাবলী উপলক্ষে ভারতে ১ হাজার ৭৫০ এবং ভারতের বাইরে ১ হাজার ৯০ পর্দায় মুক্তি পায় সিক্রেট সুপারস্টার। মুক্তির প্রথম দিনে মাত্র ৪.৮০ কোটি রুপি আয় করে এ সিনেমা। সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে এর আয় ১১০.৫২ কোটি রুপি। সিক্রেট সুপারস্টার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দঙ্গল সিনেমাখ্যাত জাইরা ওয়াসিম। এ ছাড়াও অভিনয় করেছেন মেহের ভিজ, রাজ অর্জুন প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আদভাইত চন্দন। রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৮/মারুফ