বিনোদন

একুশে পদকপ্রাপ্ত নির্মাতাদের সম্মাননা দিবে পরিচালক সমিতি

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের বিভিন্ন সময় একুশে পদক প্রদান করা হয়েছে। এ পর্যন্ত ১৯জন চলচ্চিত্র পরিচালক একুশে পদক পেয়েছেন। এ ছাড়া চলচ্চিত্র শিল্পী, সুরকার, গীতিকারসহ অনেককে এ সম্মাননা দেয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে ১৯জন একুশে পদকপ্রাপ্ত নির্মাতাদের সম্মাননা প্রদান করা হবে বলে রাইজিংবিডিকে জানান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। এ প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, ‘আমরা ২১ ফেব্রুয়ারি, ১৯ জন একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের সম্মাননা দিব। এর মধ্যে কয়েকজনকে মরণোত্তর সম্মাননাও প্রদান করব।’ জহির রায়হান, সৈয়দ শাসুল হক, আমজাদ হোসেন, হুমায়ূন আহমেদ, সুভাষ দত্ত, আব্দুল জব্বার খান, গাজী মাজহারুল আনোয়ার, চাষী নজরুল ইসলাম, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, এটিএম শামসুজ্জামান, ইলিয়াস কাঞ্চনসহ ১৯জন একুশে পদকপ্রাপ্তদের এ সম্মাননা প্রদান করবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৮/রাহাত/শান্ত