বিনোদন

মাতৃভাষা দিবসে কাজী আশরাফের আবৃত্তি

বিনোদন ডেস্ক: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি ঘিরে দেশের অন্যান্য জেলার মতো কক্সবাজার জেলাতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্নভাবে পালিত হবে এই দিবস। জেলার রামুতে পালিত হবে একুশের অনুষ্ঠান। স্মরণ করা হবে ভাষা শহীদদের। এমনই দুটি অনুষ্ঠানে আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী কাজী আশরাফ। প্রথম অনুষ্ঠানটি উদীচী রামু শাখার আয়োজনে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এটি অমর একুশের প্রভাতি অনুষ্ঠান। চেতনার কণ্ঠে মুক্ত প্রাণের উচ্চারণ শিরোনামে সেখানে একুশের কবিতা আবৃত্তি করবেন কাজী আশরাফ। দ্বিতীয় অনুষ্ঠান সন্ধ্যা ৬টায় রামু রাজারপুল জ্ঞানন্বেষণ পাঠাগারে অনুষ্ঠিত হবে। অমর একুশে শিরোনামের এই অনুষ্ঠানেও তিনি কবিতা আবৃত্তি করবেন। তাপস মল্লিকের সঞ্চালনায় বিশেষ আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমীর কার্যকরী সদস্য মানসী বড়ুয়া।

   

রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৮/তারা