বিনোদন

মায়ের পরামর্শে অভিনয়ে রানী

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। প্রায় দুই দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক  দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু নিজের ইচ্ছে থেকে অভিনয়ে আসনেনি এ অভিনেত্রী। মায়ের কথা মতোই রুপালি জগতে পা রাখেন রানী। মার্চে মুক্তি পাচ্ছে রানী মুখার্জি অভিনীত সিনেমা হিচকি। সম্প্রতি এ সিনেমার ‘ওয়ে হিচকি’ গানের প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। সেখানেই এ কথা জানান তিনি। রানী মুখার্জি বলেন, ‘অভিনয়শিল্পী হওয়ার সিদ্ধান্ত আমি নেইনি। আমার মা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা যখন ছোট ছিলাম তখনকার প্রজন্ম এখনকার মতো ছিল না।’ স্মৃতিচারণ করে এ অভিনেত্রী জানান, ছোটবেলায় বাবা-মায়ের খুব অনুগত ছিলেন তিনি। এ অভিনেত্রী বলেন, ‘আমি খুবই বাধ্যনুগত ছিলাম। সুতরাং আমার মা যা বলেছেন তাই করেছি। তিনি বলেছেন অভিনয়শিল্পী হতে আমি হয়েছি। আমার ভেতরের অভিনয় সত্ত্বা তিনিই আগে দেখতে পেয়েছিলেন। আমার মাকে ধন্যবাদ জানাই কারণ মনে হয় না অভিনয়শিল্পীর চেয়ে ভালো কিছু আমি হতে পারতাম।’ মেয়ের বেলাতেও কি এমনটা করবেন রানী? জবাবে তিনি জানান, আদিরার হোমওয়ার্কেও তিনি সাহায্য করবেন না এবং ভবিষ্যত পেশাও নির্ধারণ করবেন না। তবে আত্মরক্ষার জন্য মেয়েকে মার্শাল আর্ট শেখাবেন। এ অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি এখন প্রত্যেক মেয়েরই আত্মরক্ষার কৌশল শেখা উচিৎ, তারপর নাচ। সুতরাং আমি চাইব, আমার মেয়ে দুইটাই শিখবে।’ রানী মুখার্জি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মারদানি। ২০১৪ সালে মুক্তি পায় এটি।  ২০১৫ সালে মেয়ে আদিরার জন্মের পর তাকে নিয়ে ব্যস্ত ছিলেন এ অভিনেত্রী। ফলে লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে সাময়িক বিরতিতে থাকতে হয় তাকে। আগামী ২৩ মার্চ মুক্তি পাচ্ছে হিচকি। এটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এর ট্রেইলার। এতে ‘টোরেটে সিনড্রম’ আক্রান্ত ন্যাইনা মাথুর নামের এক শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন রানী। রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৮/মারুফ/শান্ত