বিনোদন

‘নিজের বাচ্চাকে কেউ কি খারাপ বলে?’

বিনোদন ডেস্ক : দীর্ঘ চার বছর পর প্রদর্শিত হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাকঘর’। আগামীকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় প্রদর্শিত হবে এ চলচ্চিত্রটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটক অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন লুসি তৃপ্তি গোমেজ। ২০১২ সালে সাংস্কৃতিক মন্ত্রণালয় শিল্পকলা একাডেমির মাধ্যমে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানায়। প্রাথমিকভাবে টোকন ঠাকুরের ‘রাজপুত্র’, মুস্তফা মনোয়ারের ‘বীরপুরুষ’ ও লুসি তৃপ্তি গোমেজের ‘ডাকঘর’ চলচ্চিত্রটি নির্বাচন করে সাংস্কৃতিক মন্ত্রণালয়। ২০১৪ সালে ‘ডাকঘর’ চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ চার বছর পর চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতটা সময় নিয়ে কাজ করা প্রসঙ্গে লুসি তৃপ্তি গোমেজ রাইজিংবিডিকে বলেন, ‘শিল্পকলা একাডেমির এটি প্রথম কাজ, তাদের ম্যানেজমেন্টের দক্ষতার জায়গায় ঘাটতি ছিল। এ ছাড়া নির্মাতা হিসেবে আমাদেরও বুঝে ওঠার কিছু ঘাটতি ছিল। তা ছাড়া সরকারি কাজের অর্থটা বেশ কিছু ফরমালিটি মেইনটেইন করে আসে, সেজন্যও কিছুটা সময় লেগে যায়।’ নির্মাণ প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘নিজের বাচ্চাকে কেউ কি খারাপ বলে? আর সেটা বলাও উচিৎ না। আমি প্রথম কোনো চলচ্চিত্র নির্মাণ করলাম। নির্মাণ শেষে দেখলাম, কাজটি আমারই মন মতো হয়নি। তা ছাড়া কমিটির পর্যবেক্ষণে পরামর্শ ছিল কিছুটা সংশোধন করার। কিন্তু আমি বলেছিলাম, না আমি সংশোধনে যাব না বরং পুনরায় শুটিং করব। তখন প্রশ্ন উঠল তবে টাকা কোথায় পাবেন। প্রথম কাজটি আমার সর্বস্ব দিয়ে করেছি তাতে কোনো আফসোস নেই। কিন্তু আমি প্রজেক্টটি শেষ করতে চাই এটা জানানোর পর, মন্ত্রণালয় থেকে সহযোগিতার আশ্বাস দেয়, এসব কারণেও কিছুটা সময় নষ্ট হয়েছে।’ অর্থনৈতিক সংকটসহ অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কাজটি শেষ করেছেন এই নির্মাতা। ‘ডাকঘর’ নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে দর্শন সেটা এ পরিচালকের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। যতটা বুঝেছেন তা পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন। ৪৫ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি দেখে দর্শক হতাশ হবেন না বলেও জানান লুসি তৃপ্তি গোমেজ।   ‘ডাকঘর’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহদী আমীন, জাহাঙ্গীর আলম, ঝুনা চৌধুরী, খালিদ মাহবুব তূর্য, মো. ইকবাল হোসেন, শরীফ হোসেন ইমন, মো. মাহদুল ইসলাম মিঠু, সৌমিত্র দেব, সতেজ চৌধুরী। সংগীত পরিকল্পনায় অভি কিম্বেল, সংগীতায়োজনে বিবেক।

 

আগামীকাল শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় বিশেষ এ প্রদর্শনী শুরু হবে। উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর প্রদর্শিত হবে ‘বিশ্বম্ভর বাবুর দায়’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবু সাইয়ীদ। এরপর প্রদর্শিত হবে ‘ডাকঘর’ চলচ্চিত্রটি। রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৮/শান্ত/মারুফ