বিনোদন

আজ পর্দা নামবে গম্ভীরা উৎসবের

বিনোদন প্রতিবেদক : দেশীয় বিনোদন ও সচেতনতার অনুষঙ্গ ঐতিহ্যবাহী গম্ভীরা বহুকাল ধরেই গ্রাম বাংলার মানুষের বিনোদনের খোরাক জুগিয়ে আসছে। গতকাল শুক্রবার শুরু হয়েছে ‘২য় জাতীয় গম্ভীরা উৎসব-১৮’। দ্বিতীয়বারের মতো জাতীয়ভাবে লোকসংস্কৃতির আকর্ষণীয় অনুষঙ্গ নানা-নাতির গম্ভীরা উৎসব বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার বকুলতলায়। দুইদিনব্যাপী এ আয়োজনের আজ সমাপনী দিন। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারও পাওয়া যাচ্ছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি সুরক্ষা, বিকাশ, প্রচার-প্রসার, গবেষণা এবং উৎসবের মাধ্যমে উদযাপনের লক্ষ্য নিয়ে কাজ করছে জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা  ‘দিয়াড়’। দিয়াড়’র আয়োজনে অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মোট ১০টি গম্ভীরা দল অংশ নেবে। দু’দিনব্যাপী এ আয়োজনটি দর্শকের জন্য উন্মুক্ত। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এ উৎসব চলবে। রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৮/রাহাত/শান্ত