বিনোদন

অনিশ্চয়তায় ডিপজলের ‘এক কোটি টাকা’

রাহাত সাইফুল : জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। একটা সময় চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। মাঝে দীর্ঘ সময় চলচ্চিত্র অঙ্গণ থেকে দূরে ছিলেন। গত বছর থার্টিফাস্ট নাইটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দুটি সিনেমা প্রযোজনা করার ঘোষণা দেন তিনি। এর মধ্যে একটি ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’। এ সিনেমায় ডিপজলের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। অন্যদিকে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে প্রথম অমৃতা খানের অভিনয় করা থাকলেও পরে তাকে বাদ দিয়ে নেয়া হয় চিত্রনায়িকা শিরিন শিলাকে। ফুলবাড়িয়ার ডিপজলের বাড়িতে ‘এক কোটি টাকা’র শুটিংও শুরু হয়। এরই মধ্যে ৪০ ভাগ শুটিং শেষ। এরপর হঠাৎ অজানা কারণে সিনেমাটির শুটিং প্রায় এক বছর বন্ধ রয়েছে। এই সিনেমার শুটিং শেষ করার আগেই নতুন আরো একটি সিনেমা প্রযোজনা করার ঘোষণা দিয়েছেন ডিপজল। ‘পাথরের মন’ শিরোনামের এ সিনেমাটির পরিচালকও ছটকু আহমেদ। একই প্রযোজক-পরিচালক হওয়া সত্ত্বেও ‘এক কোটি টাকা’র কাজ থেমে আছে কেন? উত্তর খুঁজতে রাইজিংবিডির এই প্রতিবেদক অনুসন্ধানে নামেন। সিনেমাসংশ্লিষ্ট একজনের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলে জানা যায়, ‘এক কোটি টাকা’র কাজ আর হবে না। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘কেন এক কোটি সিনেমার কাজ হচ্ছে না তা বলতে পারছি না। তবে কাজ শুরু হওয়ার মতো সম্ভাবনাও দেখছি না। হচ্ছে না এটা ধরে নিন।’ এদিকে ছটুক আহমেদ বলছেন ভিন্ন কথা। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘এক কোটি সিনেমার বাকি অংশের কাজ হবে। ‘পাথরের মন’ ও ‘এক কোটি টাকা’ দুটি সিনেমার কাজ একসঙ্গে শুরু করবো। চলতি মাসেই কক্সবাজারে যাচ্ছি লোকেশন দেখতে। এরপর শুটিং শুরু হবে।’ রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৮/রাহাত/তারা