বিনোদন

এটিএন বাংলায় আসছে ‘নীল বৃষ্টির গল্প’

বিনোদন ডেস্ক : আগামী শুক্রবার (২৩ মার্চ) রাত ৯টায় এটিএন বাংলায় প্রচারিত হবে নাটক ‘নীল বৃষ্টির গল্প’। আসাদ সরকারের রচনায় ও শফিকুল ইসলাম রিপনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, এস এন জনি, রবিন, শিবলী সাদিক, ববি, রিয়া ও বাবু। নাটকটিতে দেখা যায়, গ্রাম থেকে পড়তে আসা যুবক হাসান। মেধা ও ব্যক্তিত্বে অতুলনীয়। ক্যাম্পাসের প্রিয় মুখ সে। ঘটনাচক্রে তার সাথে পরিচয় ঘটে নীলা নামের এক মেয়ের। ধীরে ধীরে পরিচয় থেকে ভালোবাসায় পরিণত হয় দুজনের সম্পর্ক। দুজন দুজনকে যখন একে অপরের পরিপূরক ভাবতে শুরু করে ঠিক তখনই হঠাৎ করেই নিখোঁজ হয় হাসান। নিখোঁজ হওয়া নিয়ে নানা জনের মুখে নানা প্রশ্ন। এমনকি নীলাও সন্দিহান হয়ে পড়ে। কোথায় গেল হাসান? নাটক মোড় নেয় অন্যরকম নাটকিয়তায়। নাটকটি সম্পর্কে নাট্যকার আসাদ সরকার বলেন, এটি মূলত ভালোবাসার গল্প। অনেকদিন আগে এ রকমের একটা ঘটনা ঘটেছিল আমার নিজ জেলা গাইবান্ধায়। তখন মোবাইল ছিল না, গ্রামে টেলিফোনও ছিল না। মানুষ চিঠির জন্যে অপেক্ষা করত। সে সময় অনেক গুরত্বপূর্ণ খবরও মানুষ জানতে পারত অনেক দিন পর। সেই সময়ের একটা হৃদয়বিদারক গল্প নিয়েই নাটকটি। ভালো লাগবে, আশা করি। রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৮/রফিক