বিনোদন

পয়লা বৈশাখে ‘নীল শাড়ি’

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান। বৈশাখে উপলক্ষে ‘নীল শাড়ি’ টেলিফিল্মে অভিনয় করলেন তিনি। এতে জোভানের বিপরীতে অভিনয় করেছেন শ্যামন্তী শৌমি। মানসুর আলম নির্ঝর রচিত এ টেলিফিল্মটি পরিচালনা করেছেন আনমন ও মানসুর আলম নির্ঝর। টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, তমাল বাবা-মায়ের একমাত্র সন্তান। একাটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। তমালের খুব ভালো বন্ধু রবিন অন্য একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। একদিন রবিন এসে তমালকে জানায় যে, তার বিশ্ববিদ্যালয়ে খুবই চঞ্চল ও অনেক সুন্দরী এক মেয়ে এসেছে। তমাল দুষ্টুমি করে রবিনের কাছ থেকে মেয়েটার মোবাইল নম্বর নিয়ে রাখে। একদিন মেয়েটিকে তমাল ফোন দেয়। কিন্তু তমালকে  খুব একটা পাত্তা দেয় না মেয়েটি কিন্তু তমাল নাছোড়বান্দা। মেয়েটার নাম আইরিন। তমালের চেষ্টায় তাদের মধ্যে এক সময় বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন দুজনে দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দেখা করতে গিয়ে দুজনেই আশ্চর্য হয়ে যায়। এরপর গল্পে নতুন মোড় আসে। গল্পের তমাল চরিত্রে অভিনয় করেছেন জোভান। আর আইরিন চরিত্রে দেখা যাবে শ্যামন্তী শৌমিকে। এছাড়া অভিনয় করেছেন সুজন হাবিব, সেলিম আহমেদ, রাশেদা রাখি, রামিসা নীলা, মাসুম প্রমুখ। ১৪ এপ্রিল রাত ১১টায় এটিএন বাংলায় টেলিফিল্মটি প্রচারিত হবে। রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৮/রাহাত/শান্ত