বিনোদন

জুনিয়র এনটিআর-রাম চরণের সিনেমার বাজেট কত?

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা এসএস রাজামৌলি। বাহুবলি’র মতো বড় বাজেটের সিনেমা নির্মাণ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার আরো একটি বড় বাজেটের সিনেমা নির্মাণ করতে চলেছেন এই নির্মাতা। রাজামৌলি পরিচালিত এ সিনেমায় অভিনয় করবেন তেলেগু সিনেমার জনপ্রিয় দুই অভিনেতা রাম চরণ ও জুনিয়র এনটিআর। আর এ সিনেমার বাজেটবাহুবলি-টু সিনেমার চেয়েও বেশি। বাহুবলি ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমার মোট বাজেট ছিল ৪০০ কোটি রুপি। এদিকে নাম ঠিক না হওয়া এই নতুন সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি।  এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক ডিভিভি দানায়া বলেন, ‘সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। আর্ট ডিপার্টমেন্ট সেট তৈরির কাজ শুরু করেছেন, যেখানে সিনেমার বেশির ভাগ শুটিং হবে। সিনেমাটির বাজেট আনুমানিক ৩০০ কোটি রুপি।’ তিনি আরো বলেন, ‘রাজামৌলি আমাকে ও অন্যান্য টেকনিশিয়ানদের এ ব্যাপারটি বুঝিয়ে দিয়েছেন। বর্তমানে চিত্রনাট্য নিয়ে ব্যস্ত তিনি। বলার অপেক্ষা রাখে না রাম চরণ ও জুনিয়র এনটিআর চিত্রনাট্য না শুনেই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।’ চলতি বছরের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৮/মারুফ/শান্ত