বিনোদন

সঞ্জয়ের কোন ভঙ্গিমা রপ্ত করা কঠিন ছিল?

বিনোদন ডেস্ক : অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল মঙ্গলবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক ‘সাঞ্জু’-এর টিজার। প্রকাশের পরপরই  টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে একদম আলাদাভাবে হাজির হয়েছেন রণবীর কাপুর। সিনেমাটির জন্য সঞ্জয় দত্তের ছাঁচে নিজেকে ভেঙে একটু একটু করে তৈরি করেছেন এই অভিনেতা। রাজকুমার হিরানি পরিচালিত ‘সাঞ্জু’ সিনেমায় সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করার জন্য সঞ্জয়ের বিভিন্ন বয়সকে পর্দায় তুলে ধরতে হয়েছে রণবীরকে। আর সঞ্জয় দত্তের নানা বয়সের লুক, হাঁটাচলা, কথা বলার ধরণ, নানা অভ্যাস রপ্ত করা মোটেও সহজ ছিল না বলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানান রণবীর। এ সময় রণবীরকে প্রশ্ন করা হয় সঞ্জয়ের বিভিন্ন ভঙ্গিমার মধ্যে কোন ভঙ্গিমায় অভিনয় করা সবচেয়ে কঠিন ছিল? জবাবে রণবীর কাপুর বলেন, ‘কম বয়সি সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করাটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। তবে মুন্না ভাইয়ের ভূমিকায় সঞ্জয়কে পর্দায় ফুটিয়ে তুলতে বেশ মজা পেয়েছি।’ পর্দায় সঞ্জয়কে ফুটিয়ে তুলতে সঞ্জয়ের মতো শারীরিক গঠন তৈরি করতে ১৩ কেজি ওজন বাড়িয়েছেন এই অভিনেতা। এছাড়া এ চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে ২৫০ ঘণ্টা সঞ্জয়ের বিভিন্ন ভিডিও দেখেছেন রণবীর। এই ভিডিওগুলোতে সঞ্জয় দত্তের সিনেমা, টিভি শো ও জনসম্মুখে তার উপস্থিতির ফুটেজ রয়েছে। ফক্স স্টার স্টুডিওর সাথে ‘সাঞ্জু’ সিনেমাটির প্রযোজনায় আছে বিনোদ চোপড়া। রণবীর কাপুর ছাড়াও এ সিনেমায় দিয়া মির্জা, কারিশমা তান্না, সোনম কাপুর, মনীষা কৈরালা ও পরেশ রাওয়ালকে দেখা যাবে। আগামী ২৯ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/শান্ত