বিনোদন

এবার আইয়ুব বাচ্চুর সঙ্গে গাইবে রাফসান

বিনোদন প্রতিবেদক : আইয়ুব বাচ্চুর গাওয়া এক সময়ের তুমুল শ্রোতাপ্রিয় গান ‘হাসতে দেখো গাইতে দেখো’। সম্প্রতি গানটি গেয়ে আলোচিত হয়েছেন সপ্তম শ্রেণীর ছাত্র রাফসানুল ইসলাম। তার গাওয়া এই গান ইউটিবে প্রকাশ করার পর ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়া ও পত্রিকায় এ প্রসঙ্গে লেখালেখি হয়। বিষয়টি আইয়ুব বাচ্চুর নজরে এলে তিনি রাফসানকে ডেকে পাঠান। রাফসান তার ব্যান্ডদল ধোঁয়ার সদস্যদের নিয়ে গতকাল ২৪ এপ্রিল আইয়ুব বাচ্চুর সঙ্গে দেখা করে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সে এলআরবি স্টুডিওতে আইয়ুব বাচ্চুর সঙ্গে গাইবে। রাফসান তার ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। ‘হাসতে দেখো গাইতে দেখো’ গানটি লিখেছেন নব্বই দশকের জনপ্রিয় গীতিকার লতিফুল ইসলাম শিবলী। গানটি তখন এলআরবি থেকে আইয়ুব বাচ্চু গেয়েছিলেন। সম্প্রতি গানটি গায় রাফসান। এরপর গত ১৩ এপ্রিল ইউটিউবে সেই ভিডিও আপলোড করলে এখন পর্যন্ত প্রায় চার লাখ ভিউ হয়েছে। ইতোমধ্যেই সে পরিচিত হয়ে উঠেছে ‘জুনিয়র এবি’ হিসেবে। চার বছর বয়স থেকে গান শিখছে রাফসান। ২০১৮ সালে ব্যান্ডদল ‘ধোঁয়া’র সঙ্গে যুক্ত হয় সে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/রাহাত/তারা